ত্রিমুখী স্পিনের বাজিতে জিতেছেন রোহিত

ছবি: রোহিত ও জাদেজা

|| ডেস্ক রিপোর্ট ||
রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল- তিন স্পিনারের কাছেই ধরাশায়ী বাংলাদেশ। এই তিন স্পিনারদের দিয়েই টাইগার ব্যাটসম্যানদের আটকে ফেলেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।
মাঝের ওভারগুলোতে স্পেল ছোটো করে, তিনজন স্পিনারকে পরপর আক্রমণে এনে দারুণ অধিনায়কত্ব করেছেন রোহিত। হয়েছেন সফলও। যদিও স্কোরবোর্ড দেখলে মনে হবে পেসাররাই পেয়েছে বেশি (৬) উইকেট। তবে বাংলাদেশী ব্যাটসম্যানদের চেপে ধরেছিল ভারতীয় স্পিনাররাই,

'শুরু থেকেই দারুণ খেলেছি আমরা। আমরা বোলিং ভাল করেছি, এছ???ড়া আমরা জানতাম রাতে ব্যাট করা সহজ হবে। সবাই দারুণ ফর্মে। আমরা বোলিং আক্রমণ বারংবার পরিবর্তন করেছি, স্পেল ছোটো করে দিয়েছি।'
'এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা জিতে গেছি। আমরা জানতাম আমরা যদি ভাল জায়গায় বল ফেলতে থাকি, তাহলেই উইকেট আসবে।'; ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানিয়েছেন রোহিত।
এছাড়া সাত উইকেটের বড় জয়ে দারুণ সন্তুষ্ট ভারতীয় অধিনায়ক। বাংলাদেশ বধের কৃতিত্ব তিনি দিচ্ছেন দলের সকল ক্রিকেটারকেই। দীর্ঘদিন পরে দলে ফেরা রবীন্দ্র জাদেজার পারফর্মেন্স নিয়েও বললেন,
'জাদেজা অনেকদিন পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসলো। সে যেভাবে বল করল এটা দলের জন্য দারুণ কিছু। আমি আসলে আলাদা করে কারো নাম বলব না, সবাই দারুণ খেলেছে।'
আসরে এর পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। একদিন বিশ্রাম পেয়ে সেদিকেই তাকিয়ে আছেন রোহিত।