গুরুত্বপূর্ণ উইকেট নিলেন সাকিব

ছবি: ছবিঃ- এএফপি

আফগানিস্তানঃ ৭৯/৩ (১৯.৩ ওভার)
|| ডেস্ক রিপোর্ট ||
আফগানদের বিপক্ষে ওয়ানডেতে চতুর্থ জয় তুলে নিতে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি আজগার আফগান।
টসে হেরে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন অভিষিক্ত পেসার আবু হায়দার রনি। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ইহসান উল্লাহকে বিদায় করেন তিনি।

মোহাম্মাদ মিথুনের হাতে ৮ রান করে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপরে আবারও রনির শিকার হয়ে বিদায় নেন রহমত শাহ। রাউন্ড দা উইকেট থেকে ভিতরে আসা ডিলেভারি খেলতে গিয়ে স্ট্যাম্প ভেঙ্গে যায় তার।
এরপরে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শেহজাদ এবং হাশমতউল্লাহ শহীদী। দলীয় ৭৯ রানে ফিরে গেছেন শেহজাদ (৩৭)। রনির দুর্দান্ত ক্যাচে উইকেট নিয়েছেন সাকিব।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত আফগানিস্তানের স্কোর ১৯.৩ ওভারে ৭৯ রান ৩ উইকেট হারিয়ে।
বাংলাদেশের একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মমিনুল হক, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, আবু হায়দার রনি।
আফগানিস্তান একাদশঃ- মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইহসান উল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, সামিউল্লাহ শিনওয়ারি, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।