promotional_ad

হংকংকে দিয়ে পাক বধের প্রস্তুতিতে ভারত

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এখনও খেলা হয়নি একটি ম্যাচও। এবারের এশিয়া কাপে ভারতের প্রথম লড়াই হংকংয়ের বিপক্ষে। যদিও পাকিস্তানের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল দ্বিতীয়বার এশিয়া কাপ খেলতে আসা হংকং। তবুও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সহজভাবে নিচ্ছেন না আনশুমান রথের দলকে।


তিন ফরম্যাটের কাপ্তান ভিরাট কোহলিকে ছাড়াই এবারের এশিয়া কাপ খেলবে ভারত। অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত চান আস্থার প্রতিদান দিতে, যেমনটি দিয়েছিলেন নিদাহাস ট্রফিতে। তাই সব ম্যাচকেই গুরুত্বের সাথে দেখছেন তিনি। জানিয়েছেন, হংকংয়ের বিপক্ষে এ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে খেলার আগে দলের কম্বিনেশনে সহায়ক ভুমিকা পালন করবে।



promotional_ad

'অধিনায়ক হিসেবে দায়িত্বটা একটু বেশি থাকবে। আশা করছি ঠিকভাবেই আস্থার প্রতিদান দিতে পারবো। প্রতিপক্ষ হিসেবে হংকং'কে খাটো করে দেখছি না আমরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আমাদের সেরা কম্বিনেশন খুঁজে পেতে এ ম্যাচটা বড় ভূমিকা রাখবে।'


এদিকে হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে তরুণ পেসার খলিল আহমেদের অভিষেকের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তবে সরাসরি কিছু বলেননি তিনি। তবে বলেছেন, দলে থাকা সবাই নিজেদের প্রমাণ করার জন্য তৈরি। অধিনায়ক আশাও করছেন সেরকমই।


'খলিল দুর্দান্ত খেলে। এটা ওর জন্য বড় সুযোগ। আশা করছি ও শতভাগ সুযোগটা কাজে লাগাবে। দলের অন্যরাও মুখিয়ে আছে নিজেদের প্রমাণের জন্য।'



চলতি মাসের ১৮ তারিখ হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত। এরপর ১৯ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল। এশিয়া কাপের সবচেয়ে হাইভল্টেজ এই ম্যাচের অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্বের সবাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball