অভিজ্ঞতা নাকি তারুণ্য? সমস্যায় ভারত

ছবি: ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ উপলক্ষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের স্কোয়াড। দ্রুতই ঘোষণা করা হবে ভারতীয় দলের স্কোয়াড। এদিকে স্কোয়াড নির্বাচনে মধুর সমস্যায় আছে ভারত।
নিজেদের দলের শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব রোহিত শর্মাদের মতো বেশীরভাগ ক্রিকেটারই স্থায়ী। কোহলি-ধোনিদের পাশাপাশি একাদশেও স্থান করে নেবেন তারা।
কিন্তু ভারতের সমস্যা ১৫ সদস্য পূরণে। ভারতীয় বোর্ডের এক সূত্র থেকে জানা গেছে, মহেন্দ্র সিং ধোনির পরে স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন এটা নিয়ে চলছে আলোচনা।

এই ব্যাপারে মধুর সমস্যায় আছে নির্বাচকরা। একদিকে নির্বাচকরা দেখছে দিনেশ কার্তিকের মতো অভিজ্ঞ একজন পারফর্মার কে, সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক অবস্থানও তার বেশ ভাল।
অপরদিকে নির্বাচকদের চোখের সামনে তরুণ উইকেটরক্ষক রিশভ পান্ত। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে যিনি এই মুহূর্তে ভারতের টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন। জানা গেছে, এই দুজন থেকে শেষমেশ একজনকেই বেছে নিবে নির্বাচকরা।
এছাড়া সমস্যা আরও এক জায়গায় আছে। মিডল অর্ডারে একজন রিজার্ভ ব্যাটসম্যানের প্রত্যাশা করছে ভারত। এখানেও অভিজ্ঞতা আর তারুণ্যের উপস্থিতি! অভিজ্ঞ মানিশ পান্ডে আর তরুণ স্রেয়াশ আইয়ারের মধ্যে জায়গা পাবেন যেকোনো একজন।
ভারতের বি দলের হয়ে ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন ২৮ বছর বয়সী পান্ডে। শেষ চার ম্যাচে তার রান ৯৫*, ২১*, ১১৭* এবং ৭৩*। আর ভারতের 'এ' দলের হয়ে এরকম ভাল পারফর্মেন্স না করলেও সম্ভাবনা জাগাচ্ছেন স্রেয়াশ আইয়ার।
এই মুহূর্তে এশিয়া কাপের জন্য ভারতীয় দল কেমন হতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে ভারতীয় মিডিয়ার জোর গুঞ্জন, রিশভ পান্ত এবং মানিশ পান্ডেই শেষপর্যন্ত জায়গা করে নেবেন এশিয়া কাপের স্কোয়াডে।