বিনা যুদ্ধে হার না মানার ব্রত আমিরাতের

ছবি: রোহান মুস্তফা

১৪তম এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাত। আমিরাত ক্রিকেট দলের প্রধান নির্বাচক ওয়ালিদ বুখাতির এই দলটি চূড়ান্ত করেছেন।
এদিকে দল ঘোষণার পর আমিরাত অধিনায়ক রোহান মুস্তফা গণমাধ্যমকে জানিয়েছেন এশিয়া কাপ নিয়ে তাদের প্রত্যাশার কথা। বাছাই পর্বের বাঁধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয়াটাই এখন মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন মুস্তফা। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের সাথে আলাপকালে মুস্তফা বলেছেন,
'আমাদের দলটি যথেষ্ট ভাল। আমরা এই চ্যালেঞ্জের জন্য নিজেদেরকে অনেক ভালোভাবে প্রস্তুত করেছি। আমাদের অনুশীলনও অনেক ভাল হয়েছে এবং আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এরই মধ্যে। টুর্নামেন্ট শুরুর আগে মালয়শিয়াতে আমরা আরও দুটি ম্যাচ খেলবো। সুতরাং আমাদের দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত।'

চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাছাই পর্বে আরব আমিরাত ছাড়াও অংশ নিবে মালয়শিয়া, হংকং, নেপাল, ওমান এবং সিঙ্গাপুর। বাছাই পর্বের সব দলগুলোকে পরাজিত করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয়ী আমিরাত অধিনায়ক মুস্তফা। তাঁর ভাষ্যমতে,
'আমার দল অনেক আত্মবিশ্বাসী প্রতিপক্ষকে হারানোর ব্যাপারে। সত্যি কথা বলতে আমরা অনেক বেশি উত্তেজিত এই কোয়ালিফায়ারে খেলার জন্য কারণ এশিয়া কাপ আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা যদি কোয়ালিফাই করতে পারি তাহলে ভারত এবং পাকিস্তানের মত বড় দলগুলোর বিপক্ষে খেলতে পারবো। সুতরাং, আমরা মালয়শিয়াতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো জয় পেতে।'
আরব আমিরাত স্কোয়াড-
রোহান মুস্তফা (অধিনায়ক)। আশফাক আহমেদ, চিরাগ সুরি, রমিজ শাহজাদ, মোহাম্মদ উসমান, আদনান মুফতি, শায়মান আনোয়ার, আহমাদ রাজা, ইমরান হায়দার, মোহাম্মদ নাভিদ, আমির হায়াত, আব্দুল শাকুর, রাহুল ভাটিয়া, ফাহাদ নাওয়াজ, জাহুর খান।