promotional_ad

তামিমের ৬১ রানের অপেক্ষা

তামিম ইকবাল- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাটে সর্বোচ্চ রান টাইগার ওপেনার তামিম ইকবালের। টেস্ট, ওয়ানডে এবং টি টুয়েন্টি মিলিয়ে মোট ১১৯৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।


এবার প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১২ হাজারি রানের ক্লাবে পা রাখার জন্য আর মাত্র ৬১ রান প্রয়োজন তামিমের। আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেই হয়তো এই রেকর্ডটি নিজের করে নিবেন তিনি।  


এর মাধ্যমে সাবেক উইন্ডিজ ব্যাটসম্যান রামনারেশ সারওয়ানকেও টপকে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে তামিমের সামনে। তিন ফরম্যাট মিলিয়ে সারওয়ানের সংগ্রহ ছিল ১১৯৪৪ রান। শুধু তাই নয়, পুরো এশিয়া কাপ টুর্নামেন্টে তামিম ২৫৯ রান সংগ্রহ করতে পারলে ক্যারিবিয়ান কিংবদন্তী রিচি রিচার্ডসনকে টপকে যেতে পারবেন।



promotional_ad

অবসরের আগে মোট ১২১৯৭ রান সংগ্রহ করেছিলেন রিচার্ডসন। যদিও এশিয়া কাপে এই কীর্তি গড়াটা কঠিনই হবে তামিমের জন্য। তবে এই টুর্নামেন্টেই যে ১২ হাজারি রান করতে সক্ষম হবেন তিনি তা হলফ করেই বলা যায়।


কেননা বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২৮৭ রান সংগ্রহ করেছিলেন তিনি (২টি সেঞ্চুরি, ১ টি হাফসেঞ্চুরি)।


উল্লেখ্য তামিমের পর বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। এখন পর্যন্ত মোট ১০৪৯৩ রান সংগ্রহ করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।   




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball