অবশেষে নতুন কোচ পেল কিউইরা

ছবি: গ্যারি স্টিড

চলতি বছরের জুন মাসে হুট করেই নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়েন মাইক হ্যাসন। তখন থেকেই খালি পরে ছিল কিউইদের কোচের পদটি। এবার সেই স্থানটি পূরণ করলেন গ্যারি স্টিড। নিউজিল্যান্ড এবং ক্যান্টারবেরির সাবেক এই ব্যাটসম্যানের সাথে ক্রিকেট বোর্ডের চুক্তি দুই বছরের। তার মানে আগামি বছরের বিশ্বকাপে তাঁর তত্ত্বাবধানেই খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
এর আগে ২০০৯ এবং ২০১০ নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্টিড। এছাড়াও ৪৬ বছর বয়সি এই কোচ নিউজিল্যান্ডের হাই পারফর্মেন্স সেন্টারের সাথে কাজ করেছেন ২০০৪ এবং ২০০৮ সালে। পাশাপাশি ২০১২ সালে ক্যান্টারবারির কোচিংও করিয়েছিলেন তিনি।
এমনকি ২০১৬-১৭ তে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে স্টিডের। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর সেই সিরিজ দিয়েই কোচের মিশন শুরু করবেন স্টিড।

কোচের দায়িত্ব পাওয়ার পর স্টিড জানিয়েছেন দলকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা। ক্রিকেটারদের মানসিকতা এবং অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে কাজ করবেন তিনি বলেও জানিয়েছেন। মাইক হ্যাসনের উত্তরসূরি বলেন,
'আমি শুধুমাত্র দেখতে চাই যেন সবাই ভাল করে। আমি এমন ক্রিকেটার তৈরি করতে চাই যারা স্বয়ংসম্পূর্ণ এবং মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি আসলেই সকলের উন্নতি দেখতে চাই। বিশ্বকাপ নিঃসন্দেহেই নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমি এর গুরুত্ব সম্পর্কে অবগত আছি, তবে আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আমাকে ক্রিকেটারদের মোটিভেশন সম্পর্কে জানতে হবে এবং তারা কিভাবে ভাল খেলবে, তারা কিভাবে অপারেট করবে এবং তাদের অনুভূতি কি এসব কিছুই আমাকে জানতে হবে। আর তাহলেই আমি তাদের কাছ থেকে সেরাটা আদায় করতে পারবো।
উল্লেখ্য ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের হয়ে ৫ টি টেস্ট খেলেছিলেন গ্যারি স্টিড। যেখানে হাঁকিয়েছিলেন ২টি হাফসেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ভারতের বিপক্ষে ৭৮ রানের। এছাড়াও ১০৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩২.১৫ গড়ে ৪৯৮৪ রান সংগ্রহ করেছিলেন তিনি।