promotional_ad

ক্যারিবিয়ানদের মাটিতে টাইগারদের যত স্মৃতি...

promotional_ad

এবার নিয়ে এখন পর্যন্ত মোট চারবার ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ দল। শুরুটা হয়েছিলো ২০০৪ সালে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার চার বছর পর। হাবিবুল বাশারের নেতৃত্বে সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলো বাংলাদেশ।


তবে ভাল কিছু করতে পারেনি তখনকার লাল সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনটিতেই হেরেছিল রামনরেশ সারওয়ানের ওয়েস্ট ইন্ডিজের কাছে। এমনকি দলের হয়ে ওয়ানডে সিরিজে ফিফটির দেখাও পাননি কেউ।


পুরো সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান এসেছিলো কেবল অধিনায়ক হাবিবুল বাশারের ব্যাট থেকে। তবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ড্র করতে সক্ষম হয় তারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সেই হাবিবুল বাশারই।


লেজের সারিতে নামা মোহাম্মদ রফিকও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। আর দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি হাকান তখনকার দেশসেরা উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। তবে প্রতিপক্ষের কাছে পাত্তা পায়নি দলের বোলাররা।


ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাদের। সেই সিরিজে সেটাই ছিল বাংলাদেশের অর্জন। দ্বিতীয় টেস্টে অবশ্য ইনিংসে হেরেছিল বাংলাদেশ। তখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারার ডাবলের কাছেই মাথানত করতে হয় রাজিন সালেহদের।


সেই টেস্টে উল্লেখ করার মতো রান করেছিলেন কেবন বাশার। দ্বিতীয় ইনিংসে সান্তনাসূচক ৭৭ রান করেছিলেন তিনি। এরপরের সফরে অবশ্য অনেক অর্জন ছিল বাংলাদেশের।


২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলো দল। সেবার অবশ্য মাশরাফি প্রথম টেস্ট খেলেই ইনজুরিতে পড়েন, ফলে সিরিজের দুইটি টেস্টেই অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান।



promotional_ad

সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের সেঞ্চুরিতে (১২৮) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট জয় করে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে অপরাজিত ৯৬ রান করে ম্যাচ জেতান সাকিব। 


সেই সফরে টাইগারদের জার্সিতে নতুন রুপে চেনা যায় তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, জুনায়েদ সিদ্দিকিদের। দলের বোলিং ইউনিট সামলেছেন সাকিব, রুবেল, শাহাদাত, এনামুল জুনিয়ররা।


যদিও ফ্লয়েড রেইফারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলটি ছিল মূলত 'বি' সারির দল। মূল ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় এই সিরিজের বাইরে ছিলেন। বাংলাদেশও শতভাগ সদ্ব্যবহার করে এই সুযোগের। 


মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকি আর অধিনায়ক সাকিবের দুর্দান্ত ব্যাটিং পারফর্মেন্স ও দলের সব বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ০-৩ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।


সিরিজে দুইটি ফিফটি সহ মোট ১৪০ রান করেন আশরাফুল। তবে বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে সিরিজসেরা নির্বাচিত হন সাকিব। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে সান্তনাসূচক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


এরপরের গল্পের রচনা ২০১৪ সালের। সেবার মুশফিকুর রহিমের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমায় টাইগাররা। তবে আগের সফরে দুর্দান্ত খেলা বাংলাদেশ এবার ব্যর্থতার চাদরে ঢুকে পরে।


শুরুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা। বলার মতো প্রাপ্তি প্রথম ওয়ানডেতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরি। কিন্তু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডোয়াইন ব্রাভোর শক্তিশালী দলের কাছে মাত্র ৭০ রানে অলআউটের লজ্জায় পরতে হয় টাইগারদের। 



ওয়ানডে সিরিজ শেষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটিও। এরপরে টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। উল্লেখ করার মতো পারফর্মেন্স ছিল না দলের কোনো ব্যাটসম্যানের।


এবার আবারো ওয়েস্ট ইন্ডিজে সফর করেছে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ (ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মাশরাফি)।


সেই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা থাকলেও এবারের বাংলাদেশ যে অনেক বেশি পরিণত, সেটা কিন্তু নয়। দলগত পারফর্মেন্সে নিজেদের হারিয়ে খুঁজছেন ক্রিকেটাররা। 


ওয়ানডে ওভারের ক্রিকেটে আশা জাগানিয়া পারফর্মেন্স থাকলেও বিদেশের মাটিতে টেস্ট কিভাবে খেলে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়। আর টি-টুয়েন্টি? এই ফরম্যাটে টাইগারদের চেয়ে ছন্নছাড়া ক্রিকেট এই মুহূর্তে যে আর কোন দলই খেলে না...



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball