বাংলাদেশ সফরে তাকিয়ে থাকবেন হাথুরুসিংহে

ছবি:

দিমুথ করুণারত্নের নেতৃত্বে বাংলাদেশ সফরে ‘এ’ দল পাঠাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই দলটিতে আছেন লঙ্কানদের জাতীয় দলে খেলা অনেক পরিচিত মুখও। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মোট তিনটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে দলটি।
এদিকে এই দলের সফরেও তাকিয়ে থাকবেন বাংলাদেশ দলের সাবেক কোচ এবং শ্রীলংকার বর্তমান কোচ চান্দিকা হাথুরুসিংহে। লঙ্কানদের 'এ' দলের কোচ আভিশকা গুনাবর্ধনের কথায় অন্তত তাই মনে হল। শুক্রবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লঙ্কান মিডিয়ার সামনে তিনি জানান,
''এ' দলের সফর লঙ্কান ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। 'এ' দল জাতীয় দলের জন্য ক্রিকেটার সরবরাহর জায়গা হিসেবে কাজ করে। আমি জাতীয় দলের কোচের (চান্দিকা হাথুরুসিংহে) সঙ্গে কথা বলে এ দলের সফর থেকে তার চাহিদা জেনেছি।'

এদিকে এই সফরে 'এ' দলের অধিনায়ক দিমুথ করুনারত্নেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন, 'আমাদের এই সফরের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের দল প্রায় এক মাস ধরে প্রস্তুতি নিয়েছে। দলের সবাই মাঠে পারফর্ম করার ক্ষেত্রে যথেষ্ট আত্মবিশ্বাসী।'
দেশ ছাড়ার আগে দলের ম্যানেজার চারিথ সেনানায়েকে জানান, 'আমাদের দলটি অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারের মিশ্রণে গড়া, অবশ্যই দলটি দারুণ। দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা সম্প্রতি শেষ হওয়া ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। এই সফরটি খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। যারা জাতীয় দলে জায়গা ফিরে পেতে মুখিয়ে আছে তারা সফরে নজরে আসতে চাইবে। আর তরুনদের জন্যও সুযোগ থাকছে, এখান থেকে তরুণরাও দলে ডাক পেতে পারে।'
শ্রীলঙ্কা ‘এ’ দলঃ- দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, শাম্মু আশান, মনোজ শরথচন্দ্র, প্রবাথ জয়সুরিয়া, লাকশান সান্দাকান, নিশান পেইরিস, শিহান মাদুশাঙ্কা, নিসালা থারাকা ও দিলেশ গুনারত্নে।