ভিন্ন মতামত মাশরাফির

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে হয়ে যাওয়া তিনটি সিরিজে মাঠের ক্রিকেটের সঙ্গে সঙ্গে লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহের মাথার ক্রিকেটের কাছেও হেরেছে বাংলাদেশ দল।
দেশের সাবেক ক্রিকেটার বা ক্রীড়া বিশ্লেষকদের কাছে বিষয়টি অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার। তবে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন ভিন্ন কথা।
চতুর হাথুরুসিংহের পরিকল্পনা অথবা টাইগার ড্রেসিংরুম থেকে আসা ভুল পরিকল্পনার কথা স্বীকার করতে মোটেই রাজি নন দেশসেরা এই পেসার। সময় টিভির সামনে উপস্থাপন করলেন ভিন্ন মতামত।

"এমুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই বলবো তবে যদি সত্যি কথা বলতে চাই তবে বলবো যে, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। ফাইনালে আমরা ২২০ রান করতে পারবো না, তারপরে আপনি যদি টেস্টের দিকে তাকান, ১১০ রানে প্রথম ইনিংসে আমরা অলআউট হয়েছি, টি-টুয়েন্টির দিকে তাকান... সব জায়গায় দেখেন।
"যে কোচই থাকুক, আমরা এই পরিকল্পনা নিশ্চয়ই আমরা করিনি। আর ২০০ করার সামর্থ্য আমাদের নাই... পৃথিবীর কোন মাথা এনে আপনি অলআউট করে দিতে পারবেন না যে আমরা দুইশ' করতে পারবো না। এটাও ভাবার বিষয়। তবে এই মুহূর্তে আপনি যেটা বলছেন সেটা আমাকে মেনে নিতে হচ্ছে তবে আমার মনে যে বিশ্বাস আছে সেটা তো আছেই।"
এদিকে মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। লঙ্কানদের মাটিতে স্বাগতিক শ্রীলংকা ছাড়াও ভারতের মোকাবেলা করবে লাল সবুজের দল। সেই সিরিজে ভালো করেই নিজেদের ভালো সময় ফিরিয়ে আনতে চাইছে টাইগাররা।