সাকিব ফিরলে সব ঠিক হয়ে যাবেঃ মাশরাফি

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর থেকে দলের সঙ্গে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি ইনজুরিতে পরায় ব্যাটিংও করতে পারেননি তিনি।
ফলশ্রুতিতে সেই ফাইনালে লঙ্কানদের কাছে হার মানতে হয় বাংলাদেশকে। এরপরেও ভাগ্য বদল হয়নি টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজেও খেলতে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব।
আর দুই সিরিজেই পরাজয়ের গ্লানি সহ্য করতে হয় মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীকে। তবে সাকিব আবার ফিরে আসলে এমন দুঃসময় থাকবে না বাংলাদেশ ক্রিকেটের বলে মনে করছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সময় টিভিকে জানান, "সাকিবের ইনজুরির আগে সিরিজটি নিয়ে আমরা খুবই ইতিবাচক ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ওর ইনজুরির পর অনেক কিছু ওলট-পালট হয়ে গেছে। ও যখন সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের পরিস্থিতি কিছুটা হলেও ঠাণ্ডা হবে। আমার বিশ্বাস, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।"
তবে টাইগারদের টানা হারের কোনো অজুহাত দিতে রাজি নন মাশরাফি। বরঞ্চ সামনের দিকে তাকিয়ে আছেন তিনি। খারাপ সময় কাটিয়ে উঠতে চান আগামী সিরিজ গুলোতে ভালো ফলাফল করেই।
"দেখুন, আমি দর্শকদের জন্য এখন যেটাই বলবো সেটাই অন্যায় হয়ে দাঁড়াবে। যাই বলবো লোকে ভাববে যে, এটা অজুহাত। আলোচনা-সমালোচনা হবেই, মানুষের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে। যারা ক্রিকেট ফ্যান বা যারা ক্রিকেট খুব কাছ থেকে ফলো করে।
"আমার মনে হয় এখন খেলোয়াড়দের এটা নিয়ে কথা বলে লাভ নেই। তবে আমি একটু ইতিবাচকভাবে বলতে চাই, যেটা হয়ে গেছে সেটা তো আর আমরা চাইলেও ফিরিয়ে আনতে পারবো না। এখন যেটা পারি সেটা হলো- দর্শকের প্রত্যাশা ফিরিয়ে আনার জন্য ভালো খেলা ছাড়া বা ভালো কিছু ম্যাচ জেতা ছাড়া আর কোন উপায় নেই।"