promotional_ad

বিপিএল হবে বাংলাদেশের আইপিএলঃ মুডি

promotional_ad
আইপিএল, পিএসএলের মত বড় বড় মঞ্চে কোচিং করানোর পর প্রথম বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কোচিং করাতে এসেছেন সাবেক লঙ্কান কোচ টম মুডি। এখানে এসে রংপুর রাইডার্সের হেড কোচের ভূমিকায় আছেন এই অস্ট্রেলিয়ান।

বাংলাদেশে এসে এখন পর্যন্ত কোচিংয়ে ভালোই সফল তিনি। এখনও রংপুরকে প্লে'অফে নিয়ে যেতে না পারলেও ধারণা করা হচ্ছে চতুর্থ দল হিসেবে প্ল-অফের টিকিট পাবে দলটি। তবে দল এখনও প্লে-অফের টিকেট না পেলেও বিপিএল ভালো ভাবেই উপভোগ করছেন মুডি।

বাংলাদেশের মত ভিন্ন পরিবেশে কোচিং করাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। আর এখানে কোচিংয়ের অভিজ্ঞতাটাকেও কাজে লাগাতে চান সাবেক এই লঙ্কান কোচ। ক্রিকবাজকে দেয়া একান্ত এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, 

বিসিবির উচিত বিপিএল নিয়ে আরও বেশী মনোযোগী হওয়া। তবে বিপিএলের বয়স যত বেশী হবে তত বেশী উন্নতি করবে বলেও জানান মুডি। তিনি বলেন, 'এখন পর্যন্ত বিপিএলে ভালোই উপভোগ করছি। যদিও এবারই প্রথম আমার, তারপরও এই যাত্রাটা খুবই ভালো যাচ্ছে। 

কোচ হিসেবে বাংলাদেশের মত ভিন্ন কন্ডিশনে কোচিং করানোর কাজটা সহজ নয়। তারপরও চ্যালেঞ্জ নিয়েই এগুচ্ছি, এই অভিজ্ঞতাটা ভবিষ্যতে কাজে আসবে।  আর বিপিএলের বয়স বেশী দিন হয়নি।

যতদিন যাবে বিপিএলের মান আরও বেশী উন্নত হবে। আমি আশা করছি বিসিবি বিপিএল নিয়ে আরও বেশী সচেতন হবে এবং উদ্যোগ নিবে বেশী বেশী। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লীগই ধীরে ধীরে উন্নতি করে। আশা করছি বিপিএলের ক্ষেত্রেও এমন হবে এবং আরও বেশী উন্নতি করবে।' 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চালু হওয়ার পর ভারতের ক্রিকেট এবং ক্রিকেটের ধরণ বদলে গিয়েছে। আর মুডি আশাবাদী এই বিপিএলের হাত ধরেই আরও উন্নতি করবে বাংলাদেশের ক্রিকেট। বিপিএলকে বাংলাদেশের ক্রিকেটে উন্নতির অন্যতম সিঁড়ি হিসেবে দেখছেন তিনি। মুডির ভাষ্যমতে, 

'আইপিএলের কারণে ভারতের ক্রিকেট পুরোপুরি বদলে গিয়েছে। তারা তাদের ঘরোয়া লীগ থেকে অনেক ভালো ভালো ক্রিকেটারদের খুজে পেয়েছে। আশা করছি বাংলাদেশের ক্ষেত্রেও এমন হবে। 

বিদেশের কোচদের এবং বিদেশী খেলোয়াড়দের থেকে তারা অনেক কিছুই শিখতে পারবে। যেটা ভবিষ্যতে তাদের অনেক কাজে দিবে। এছাড়াও তরুনরাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। বিপিএল বাংলাদেশের ক্রিকেটের উপর পজিটিভ প্রভাব ফেলবে আমি আশাবাদী।'



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball