এবার নির্দিষ্ট কোনো দলে সব প্লেয়ার খেলছে না: ইমরুল

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি

এবার তেমনটি হয়নি বলে দাবি ইমরুল কায়েসের। এবারের ডিপিএলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তিনি। নিজের নাম নিবন্ধন করতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইমরুল জানিয়েছেন এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডিপিএলের আশায় আছেন তিনি।
সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে
২৫ মার্চ ২৫
ইমরুল বলেছেন, 'আমরা যখন দলটা তৈরি করি আমাদের আরও অনেকদিনে মনোযোগ ছিল। কিন্তু নানা কারণে হয়নি। তবে এখনও পর্যন্ত দল যা হয়েছে ভালো হয়েছে। এবার সবাই ব্যালেন্সড দল গড়েছে। নির্দিষ্ট কোনো দলে সব প্লেয়ার খেলছে না। আমার মনে হয় প্রত্যেকটি দলই ব্যালেন্স করতে পেরেছে। আমার মনে হয় ভালো একটি লড়াই হবে এবার।'
এবারের ডিপিএলে তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে খেলছেন ক্রিকেটাররা। ইমরুল আশাবাদী আগামী আসর থেকে সেই সমস্যার সমাধান হবে। দেশের ক্রিকেটারদের আয় রোজগারের প্রধান মাধ্যম ধরা হয় ডিপিএলকে। ক্রিকেটাররা খেলতে পারছেন এটাই বড় করে দেখছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

তিনি বলেছেন, 'অবশ্যই আর্থিকভাবে ক্রিকেটাররা একটু পিছিয়ে গেছে। দিন শেষে প্লেয়ারদের তো খেলতে হবে। সেইদিক থেকে সবাই ত্যাগ স্বীকার করেছে। সবাই হয়তো চেষ্টা করবে এই বছরটা ম্যানেজ করে আগামী বছর থেকে যেন সবকিছু ঠিক থাকে।'
৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়
২৪ মার্চ ২৫
ডিপিএলের সময়সীমা নিয়ে সবসময়ই বেশ আলোচনা হয়। ৫০ ওভারের ঘরোয়া এই টুর্নামেন্টের একটি বড় অংশ হয় রোজার মধ্যে। অনেক ক্রিকেটার রোজা রেখেই খেলেন এই টুর্নামেন্টে। আবার অনেকেই অধিক ক্লান্তির কারণে রোজা রাখতে পারেন না। ইমরুল আশাবাদী এই ব্যাপারটি বিসিবি দেখবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রত্যেক বছরই তো রোজার ভেতরে খেলা হয়। প্লেয়াররা চায় রোজা ঠিকমতো করতে। এই কারণেই পারে না... এই ব্যাপারে আমি মন্তব্য করাও ঠিক না। এটা এমন একটা জিনিস... একটু আগেপিছে হলে হয়তো প্লেয়াররা একটু স্বাচ্ছন্দ্য নিয়ে খেলতে পারে। রোজাটা রাখতে পারে। আমার মনে হয় এই ব্যাপারটা বোর্ড দেখবে ইনশাআল্লাহ।'