৮ কোটি টাকার অফার পেয়েও আইসিএলে যাইনি: মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন প্রতিনিয়ত। কিন্তু কখনো হেরে যাননি এই লড়াইয়ে। বরঞ্চ হাঁটুতে সাতবার অস্ত্রোপচার করার পরেও নিজেকে উজাড় করে খেলে গেছেন দেশের হয়ে। প্রতিটি মুহূর্ত ভেবেছেন দেশের কথা।


অথচ এত কিছুর পরেও বাংলাদেশের সূর্যসন্তান মাশরাফি বিন মুর্তজার সমালোচনা করতে ছাড়ে না কতিপয় মানুষ। এমনকি মাশরাফি টাকার জন্য খেলেন বলতেও দ্বিধা করেনি অনেক সমালোচক। এই তালিকায় রয়েছেন বেশ কিছু সাংবাদিকও। 


promotional_ad

এই বিষয়গুলোই মূলত বেশি পোড়ায় মাশরাফিকে। সম্প্রতি ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সকল ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের অন্যতম সফল ওয়ানডে অধিনায়ক। 


অর্থের জন্য ক্রিকেট খেললে নিষিদ্ধ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগেই (আইসিএল) খেলতে পারতেন বলে সাফ জানিয়ে দিয়েছেন মাশরাফি। কারণ ২০০৮ সালে আইসিএলে খেলার জন্য ৮ কোটি টাকা অফার দেয়া হয়েছিল মাশরাফিকে। কিন্তু দেশের স্বার্থে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। 


অথচ সেসময় অলোক কাপালি, মোশাররফ হোসেন রুবেলের মতো ক্রিকেটাররা ঠিকই খেলতে যান টুর্নামেন্টটিতে।  আইসিএলের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেছেন, ‘৮ কোটি টাকার অফার পেয়েও আইসিএলে খেলতে যাইনি। হয়ত আমি বড় কোনো খেলোয়াড় নই, কিন্তু ক্রিকেটটা খেলেছি নিজের জীবন দিয়েই। অন্তত কিছুটা সম্মান আমার প্রাপ্য।’


অর্থের জন্য ক্রিকেট খেললে এতদিনে আরো অনেক বড়লোক হতেন বলে মনে করেন মাশরাফি। তাই সমালোচকদের উদ্দেশ্য করে তাঁর ভাষ্য, 'আমি ১৮ বছর ধরে ক্রিকেট খেলেছি কি টাকার জন্য? টাকার জন্য ক্রিকেট খেললে অনেক সুযোগ ছিল টাকা কামাইয়ের। আমি জানি, আমি ক্রিকেটের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। যদিও আমার ভেতরে ভেতরে অনেক রক্তক্ষরণ হয়েছে। টাকাই যদি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো তাহলে অনেক কিছু করতে পারতাম।’


২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। দীর্ঘ ক্যারিয়ারে ২২০ ওয়ানডেতে ২৭০ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৩৬ টেস্টে ৭৮টি এবং ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট পান ৩৬ বছর বয়সী নড়াইল এক্সপ্রেস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball