৫০ এর বেশি ব্যাটিং গড় রাখতে চান সৌম্য

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের। দৃষ্টিনন্দন শট এবং স্টাইলের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। একই সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্যেরও প্রমাণ দেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
বিশেষ করে ২০১৫ সালে রীতিমত চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সৌম্য। সে বছর ১৫ ম্যাচে ৫১ গড় ও ঈর্ষনীয় ১০০+ স্ট্রাইক রেটে রান তোলেন তিনি। কিন্তু এরপর থেকেই ছন্দপতন হয় তাঁর। ধীরে ধীরে ব্যাটিং গড়ও নামতে থাকে নিচের দিকে।

বর্তমানে ৫৫ ওয়ানডেতে ৩৩.৮৮ গড়ে এক হাজার ৭২৮ রানের মালিক ২৭ বছর বয়সী সৌম্য। দেশের শীর্ষ সারির একজন ব্যাটসম্যান হিসেবে সৌম্য নিজেও চান ব্যাটিং গড়ের উলম্ফন ঘটাতে। শুরুর দিকের সেই সৌম্যকে ফিরে পেতে উদগ্রীব তাঁর ভক্তকুলও। সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ সেশনে এমনটাই জানিয়েছেন তিনি।
সৌম্যর সঙ্গে আড্ডার এক পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালক কাজী সাবির প্রশ্ন তোলেন জাতীয় দলের ওপেনারের ব্যাটিং গড় নিয়ে। তিনি প্রশ্ন করেন, 'আপনার ব্যাটিং গড় কিন্তু ভালোই, ৩৩ এর কাছাকাছি। আপনার স্ট্রাইক রেট ভালো। কিন্তু আমার মনে হয় আপনার গড় ৪০ হওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় সেই প্রত্যাশার জায়গা থেকে কিছুটা পিছিয়ে গেছেন? অনেকে বলতে পারেন তামিম ইকবালের সাত বছর লেগেছে। কিন্তু সৌম্য সরকারেরও যদি একই সময় লাগে তাহলে তো বাংলাদেশের ক্রিকেট খুব বেশি এগোলো না, আপনি কি বলবেন?'
কাজী সাবিরের এই প্রশ্নের জবাবে নিজের লক্ষ্যের কথা জানান সৌম্য। ব্যাটসম্যান হিসেবে সবসময়ই ৫০ এর উপরে গড় রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাঁর মতে এই লক্ষ্যে এগোতে থাকলে অন্তত ৪০ এর বেশি ব্যাটিং গড় অর্জন করা অসম্ভব কিছু হবে না কারো জন্য।
সৌম্যর ভাষ্যমতে, 'আমি যখন ১৯ এর বিশ্বকাপে গিয়েছি তখন আমার প্রায় ৩৬ এর মতো গড় ছিল। এরপর যখন বড় ইনিংসগুলো হয়নি তখন আবার নেমে গেছে। আমার মনে হয় তখন ৩৪ প্লাস ছিল। অনেক দিন থেকেই ৩০-৩৫ এর মধ্যে গড় রাখছি। আমি নিজেও অবশ্যই চাইবো যেন বেশি গড় থাকুক। ৪০ নয়, আরো বেশি। কারণ স্বপ্ন বড় থাকাই ভালো। আমার যদি ইচ্ছা থাকে ৪০ গড় রাখা তাহলে দেখা যাচ্ছে যে আমি ৩০ এর মধ্যে থেকে যাচ্ছি। তাই আমার ইচ্ছা ৫০ এর উপরে যেন থাকে। তাহলে সেটা অর্জন করতে না পারলেও ৪০ কিংবা তার বেশি থাকবে।'