promotional_ad

বড় শাস্তি পেয়ে গেছেন মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচাইতে পরিশ্রমী ক্রিকেটার কে? এই প্রশ্নের জবাবে যে কেউই নির্দ্বিধায় মুশফিকুর রহিমের নাম বলবেন। নেটে ব্যাটিং অনুশীলনকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 


অথচ এই মুশফিকই কিনা ঘরবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন দীর্ঘ দিন। করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তিনি। এমনকি অনুশীলন করতে না পারার কারণে নিজের ঘরটিকে জেলখানার সঙ্গে তুলনা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল!



promotional_ad

শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোর একটি কলামে ঘরবন্দী থাকা মুশফিক লিখেছেন, 'আসলে এটা আমার জন্য অনেক বড় শাস্তি। যদি কেউ বলে, দুদিন অনুশীলন করবে না, বাসায় থাকবে, সেটাই আমার কাছে জেলখানা হয়ে যায়। আর কোনো শাস্তি দেওয়া লাগে না।'


অবশ্য খারাপ লাগলেও পরিস্থিতি বিবেচনায় সবকিছু মেনেই নিচ্ছেন মুশফিক। তাঁর ভাষ্যমতে, 'খুবই খারাপ লাগছে ঘরবন্দী থাকতে থাকতে। কিন্তু কিছু করার নেই। অন্যদের কথা চিন্তা করছি, যারা অসহায় অবস্থায় আছে। সবাই যেন নিরাপদ থাকে, ভালো থাকে। সেদিক দিয়ে চিন্তা করলে এতটুকু বিসর্জন তো দিতে হবে। ঘরে থাকতে হবে।'


এর আগে কখনো এতদিন ব্যাটিং ছাড়া থাকেননি মুশফিক। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য অবশ্য প্রতিদিন ঘরেই কিছুটা অনুশীলনের চেষ্টা করেন তিনি। তিনি বলেন, 'অনেক দিন হয়ে গেল ব্যাটিং করতে পারছি না। আমার ক্যারিয়ারে এমন কখনো হয়নি। আমার স্ত্রীও বলছে, ‘তুমি এত দিন অনুশীলনের বাইরে, এ এক অবিশ্বাস্য ব্যাপার!’ কিন্তু কী করব, এটা তো আর আমার হাতে নেই। তার পরও বাসায় যে কটি ব্যাট আছে, প্রতিদিনই হাতে নিই। কিছু না কিছু করার চেষ্টা করি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball