promotional_ad

অভিজ্ঞ মনোবিদের টোটকা পাচ্ছেন আকবর-তৌহিদরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে সকল ধরণের খেলা বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের। বয়সে ছোট হওয়ায় মানসিক দিক থেকে সিনিয়র ক্রিকেটারদের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে তারা।


দীর্ঘ এই বিরতিতে অনেকেই হতাশ হয়ে পড়ছেন। এমতাবস্থায় তরুণদের মানসিক শক্তি বজায় রাখার টোটকা দিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত কানাডিয়ান মনোবিদ আলী আজহার খান। দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে তরুণদের মানসিকতা নিয়ে কথা বলেন তিনি।



promotional_ad

আজহার খান বলেন, 'এটা অবধারিত যে মানসিকভাবে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা খুব বেশি শক্ত নয় সিনিয়রদের থেকে। কারণ তাঁরা বয়সের দিক থেকে ছোট। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা সাধারণত ধৈর্য রাখতে পারদর্শী নয়।  এই মহামারীর সময়টা অনির্দিষ্টকালীন। এটি অনিশ্চয়তা তৈরির পাশাপাশি ক্রিকেটারদের মাঝে মানসিক ভয় তৈরি করছে। তরুণ এই ক্রিকেটাররা হতাশা এবং উদ্বিগ্নতায় ভুগতে পারে।' 


অভিজ্ঞ এই মনোবিদ আকবর-তৌহিদদের পরিস্থিতি সামলানোর একটি উপায়ও বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, 'এই প্রতিকূল পরিস্থিতি সামলাতে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করতে হবে। ফলে এই ঘরবন্দী সময় কিছুটা উপভোগ করতে পারবে তারা।  তারা স্বল্প সময়ের জন্য একটি লক্ষ্য ঠিক করতে পারে। এটি তাদের অবসাদকে কমিয়ে আনতে পারে এবং প্রতিদিনের কাজকর্মে উৎসাহ দিতে পারে।'  


অবশ্য সিনিয়র ক্রিকেটারদের চেয়ে তরুণদের ফিরে আসা এবং মানিয়ে নেয়ার সক্ষমতা যে বেশি সেটিও মানছেন আলী আজহার খান। তাঁর ভাষ্যমতে, 'এটি সত্যি যে তরুণরা মানসিকভাবে সিনিয়রদের চেয়ে অতটা শক্তিশালী নয়, কিন্তু অবাক করা ব্যাপার হলো বড়দের চেয়ে তরুণরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশি সক্ষম। তাই তরুণ ক্রিকেটাররা সিনিয়রদের চেয়ে দ্রুত ফিরে আসতে পারে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball