promotional_ad

তামিম বলছেন কুসংস্কার, মুশফিকের দাবি আত্মবিশ্বাস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেক ক্রিকেটারেরই নানা ধরণের কুসংস্কার থাকে। পয়া ব্যাট, প্যাড কিংবা গ্লাভসও রয়েছে কারো কারো কুসংস্কারের তালিকায়। বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিষয়টি অবশ্য পুরোপুরি ভিন্ন। 


সদা পরিশ্রমী মুশফিক আদৌ কোনো কুসংস্কার ধারণ করেন কিনা সেটি নিয়ে অনেক ভক্তেরই আগ্রহ ছিল। শনিবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তামিম ইকবালের সঙ্গে এক লাইভ আড্ডায় এই ব্যাপারে কথা বলেছেন তিনি। 


দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু মুশফিকের ব্যাপারে তামিমের দাবি প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই নাকি বাথরুমে গিয়ে বসে থাকতে হয় তাঁকে। আর এটিকেই তিনি কুসংস্কারের অংশ হিসেবে উল্লেখ করেছেন। নিজের বক্তব্য প্রমাণের জন্য ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গও তুলে ধরেন জাতীয় দলের ওপেনার তামিম। 



promotional_ad

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৭২ বলে ৭৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন মুশফিকুর রহিম। সেই ইনিংসটির আগে বাথরুমে কিছুটা সময় কাটান তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর পরের ম্যাচে মাঠে নামার আগেও একই কাজ করেন তিনি। 


সেই প্রসঙ্গ টেনে মুশফিককে লাইভে মজা করে খোঁচা দিয়েছেন তামিম। তিনি প্রশ্ন করেন, 'ওই মাঠে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) যখন পরের ম্যাচে খেলতে এলাম, তুই আগেই বাথরুমে বসলি কেন? এটা কি কুসংস্কার যে আগের ম্যাচে ৭০-৮০ করেছিলি?'


কিন্তু বন্ধুর এই যুক্তি কিছুতেই মানতে চাইলেন না মুশফিক। এটিকে কুসংস্কার হিসেবে দেখতে নারাজ তিনি। বরঞ্চ বিষয়টিকে আত্মবিশ্বাসের খোরাক হিসেবে বিবেচিত করলেন তিনি। আর তাই আত্মপক্ষ সমর্থনটাও করলেন জোরালোভাবে।


মুশফিক বলেন, 'আমার কাছে এটা কুসংস্কার নয়। অনেকের ক্ষেত্রে এটা কাজ করে যে এই ব্যাট বা এই গ্লাভসটা ব্যবহার করি। আমার যেটা মনে হয়েছে নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মানো। যাওয়ার আগে ভালো একটা অনুভূতি অনুভব করা। তুই যেখানে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছিস সেখানে একটা ভালো অনুভূতি থাকে না যে আমি আবার ভালো করব। শুধু ওখানে না। যেকোনো ড্রেসিংরুমে বসার পর যদি ভালো খেলি, ওই স্মৃতিটা আবার চাই মনে করতে। আমার পুরো আস্থা আল্লাহর ওপর। আর ওটা বাথরুম ছিল না। ছিল শাওয়ার রুম।'



এরপর অবশ্য তামিমও মজা করতে ছাড়েননি। বলেছেন, 'আমার কেন যেন মনে হয় তুই যদি কমোডের ওপরও বসিস, সেঞ্চুরি করবি পরের ম্যাচে!'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball