promotional_ad

তিন ভয়ঙ্কর বোলারের নাম জানালেন তামিম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে অনেক বোলারকেই তুলোধুনো করার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবালের। বাঘা বাঘা বোলাররাও তাঁকে সমঝে চলেন প্রায়শই। তবে বাংলাদেশের সেরা এই ওপেনারও গলদঘর্ম হতেন তিনজন বোলারের বিরুদ্ধে খেলতে।


ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সঙ্গে এই ব্যাপারে খোলামেলা কথা বলেছেন তামিম। ভয়ঙ্কর বোলার হিসেবে সবার আগে পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে উল্লেখ করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।



promotional_ad

ডানহাতি এই স্পিনারের বল বুঝা বেশ কঠিন ছিল তামিমের। ৪২ বছর বয়সী আজমল প্রসঙ্গে তামিম বলেন, 'আমি প্রথমে সাইদ আজমলের কথা বলবো। সে ভয়ঙ্কর একজন বোলার। আমার কোনো ধারণা থাকতো না সে কোন সময় কি বল করতো।'


দ্বিতীয় ভয়ঙ্কর বোলার হিসেবে একজন পেসারের নাম উল্লেখ করেছেন তামিম। তবে অন্য ব্যাটসম্যানরা যেখানে প্যাট কামিন্স কিংবা মিচেল স্টার্কদের মতো গতি তারকার কথা জানান, সেখানে তামিম হেঁটেছেন পুরো উল্টো পথে। 


পেসারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলই নাকি বেশি ভুগিয়েছেন তামিমকে। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে মরকেল যেকোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করেন জাতীয় দলের এই ওপেনার।



তামিমের ভাষ্যমতে,  'এরপরে মরনে মরকেলের কথা বলতে হবে। সে অনেক কঠিন বোলার ছিল। কারণ সে বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আসলেই দারুণ বোলিং করতো। বিশেষ করে টেস্ট ম্যাচে সে অনেক কঠিন ছিল বাঁহাতিদের বিপক্ষে।'


তিন নম্বর বোলার হিসেবে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথা জানান তামিম। ডানহাতি এই অফ স্পিনার প্রসঙ্গে তামিমের বক্তব্য, 'রবিচন্দ্রন অশ্বিন আরেকজন। সে এখনও খেলছে। আমি তাঁর বিপক্ষে খেলতে কখনো কখনো গলদঘর্ম হতাম। এই বোলারের বিপক্ষে খেলা আমার কাছে মনে হয়েছে কঠিন।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball