promotional_ad

ক্রিকেটারদের মাঠে ফেরাতে উদগ্রীব ডমিঙ্গো

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে সকল ধরণের সিরিজ এবং টুর্নামেন্ট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। আর্থিক ক্ষতির পাশাপাশি ফিটনেস ধরে রাখা নিয়েও গলদঘর্ম হচ্ছেন সকলে। এই চিত্র শুধু বাংলাদেশেই নয়। পুরো বিশ্বের ক্রিকেটাররাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 


এই পরিস্থিতি নিরসনে খালি মাঠে খেলা হলেও আপত্তি নেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তাঁর মতে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা হলেও অন্তত ফিটনেসে উন্নতি করতে পারবেন ক্রিকেটাররা।     



promotional_ad

একটি জাতীয় দৈনিককে ডমিঙ্গো বলেন, ‘খালি মাঠে খেলা হলে আমার কোনো সমস্যা নেই। ক্রিকেটারদের খেলতে পারাটাই আসল কথা। যদি তারা খেলা শুরু করতে পারে, উন্নতি করতে পারবে। ফিটনেসেরও উন্নতি হবে।’


ডমিঙ্গোর মতে উদ্ভূত এই পরিস্থিতিতে দর্শক সংখ্যা নিয়ে না ভেবে খেলা আয়োজন করার ব্যাপারে জোর দেয়া উচিত। কারণ দর্শক না থাকলেও টিভি সত্ত্ব থেকে আয় করতে পারবে ক্রিকেট বোর্ডগুলো। দক্ষিণ আফ্রিকার এই কোচ বলেন, ‘মানুষ ১০ জন থাকুক কিংবা এক লাখ। এতে খুব একটা পার্থক্য হবে না।’


করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার আগে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যান রাসেল ডমিঙ্গো। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় অন্যান্যদের মতো তাঁকেও লকডাউনে থাকতে হচ্ছে। ফলে শীঘ্রই বাংলাদেশে ফিরতে পারছেন না তামিম-মুশফিকদের প্রধান কোচ। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball