বাতিলের শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা ওঠার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। সাত মাস বাকি থাকলেও এই বিশ্ব আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনাভাইরাসের প্রকোপের কারণে সারা বিশ্বেই এখন ক্রিকেট বন্ধ।
অস্ট্রেলিয়াতে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। এর ফলে জনগণের সুরক্ষার স্বার্থে অস্ট্রেলিয়ান সরকার সীমান্ত লকডাউন করে দিয়েছে।

সক্রামণ নিয়ন্ত্রণে না আসলে এই লকডাউন চলতে পারে আগামী ৬-৭ মাস। এমনটা হলে দীর্ঘ সময় বিদেশিরা অস্ট্রেলিয়ায় যেতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে আগামী ২৯ মার্চ সদস্যদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এই আলোচনা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেখানেই টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হতে পারে। করোনাভাইরাসের এই সংক্রামণের ফলে আইসিসির সাম্প্রতিক বেশ কয়েকটি বৈঠক হয়েছে ভিডিও কনফারেন্সে।
এই টুর্নামেন্টটি পিছিয়ে আগামী বছর নেয়া হলে আরেকটি বিপত্তি হতে পারে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরটি হওয়ার কথা ভারতে। ফলে এবারের আসরটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।