promotional_ad

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিসিবির উদ্যোগ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের কারণে বর্তমানে বন্ধ রয়েছে সকল ধরণের ক্রিকেট টুর্নামেন্ট। বলা যায় অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হঠাৎ করে পাওয়া এই অখণ্ড অবসরে নিজেদের ফিটনেস ধরে রাখা বেশ চ্যালেঞ্জের পেশাদার ক্রিকেটারদের জন্য। 


এই বিষয়টি মাথায় রেখেই ক্রিকেটারদের আলাদা করে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ। পুরোদমে ক্রিকেট শুরু হওয়ার আগে সকল খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করা হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন। 



promotional_ad

তিনি বলেন, 'আমাদের মেডিক্যাল বিভাগ ও ফিটনেস ট্রেনিং বিভাগ যেটা আছে তাদের কিছু নির্দেশনা সকল ক্রিকেটারকে দেয়া হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী ক্রিকেটাররা তাদের ফিটনেস ধরে রাখা থেকে যাবতীয় কাজ করবে।'


মরণঘাতী করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে বিসিবি। সেই লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কোচিং স্টাফ এবং ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকলকে নিয়ে আলাদা করে আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানান নিজামউদ্দিন।


বিসিবির এই কর্মকর্তার ভাষায়, 'এই সচেতনতায় সবাইকে সম্পৃক্ত হতে হবে বলে বোর্ড মনে করে। সেক্ষেত্রে আমাদের স্টাফ মেম্বার যারা আছেন, বিভিন্ন পর্যায়ে যারা আমাদের সাথে সম্পৃক্ত, তাদের সাথে কয়েকটা সেশনে আমরা আজকে করব। যেখানে আমাদের ডাক্তাররা করোনাভাইরাস নিয়ে কথা বলবেন। কীভাবে করোনাভাইরাস থেকে সচেতন থাকা যায় এটা নিয়ে তাঁরা কথা বলবেন। এটা আগামীকাল (২২ মার্চ) থেকে কার্যকর হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball