promotional_ad

টেস্টেও এমন হয়নিঃ মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই সেঞ্চুরির আস্বাদন পেয়েছেন মুশফিকুর রহিম। আবাহনী লিমিটেডের হয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ১২৪ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 


অথচ এই মুশফিককেই কিনা প্রথম রানের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৪টি বল! মুশফিকের মতো ব্যাটসম্যানের জন্য বিষয়টি কিছুটা অবাক করার মতোই। কারণ টেস্টে ফরম্যাটেও প্রথম রান করতে এত যুঝতে হয়নি তাঁকে এর আগে।



promotional_ad

অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেও অবশ্য মানছেন বিষয়টি। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচ শেষে মুশফিক বলেন, 'আমি নিজেও আসলে ভুলে গিয়েছি, হয়তো টেস্টেও এমন হয়নি কখনো, খুব বিরল বিষয় যে প্রথম রান করতে এত বল খেলেছি।'


প্রথম রান করতে এতগুলো বল খেললেও চাপ অনুভব করেননি মুশফিক। বরং নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রেখে ব্যাটিং করে গেছেন দীর্ঘ সময়। একই সঙ্গে দলকে এনে দিয়েছেন ২৮৯ রানের বিশাল পুঁজি। উইকেটে থিতু হতে হয়ে খেলাটাই লক্ষ্য ছিল তাঁর।


মুশফিকের ভাষায়, 'আমার কখনোই চাপ মনে হয়নি, কারণ আমার নিজের প্রতি একটা বিশ্বাস ছিল যে আমি যদি উইকেটে থাকতে পারি এবং থিতু হয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমি রান করতে পারবো। আমার যে সঙ্গীরা ছিল ওদের শুধু একটা কথাই বলেছিলাম যে একটা জুটি গড়তে হবে এবং সেটা মেরিট অব দ্য বল খেলতে হবে।'



ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্সকে ৮১ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুশফিকদের দেয়া ২৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২০৮ রানে অলআউট হয় তাসামুল হকের পারটেক্স।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball