promotional_ad

নিষেধাজ্ঞা ভুলে গিয়েছিলেন মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮১ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ম্যাচ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী পারটেক্সের অধিনায়ক তাসামুল হকের সঙ্গে করমর্দন করেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম।


অথচ মরণঘাতী করোনাভাইরাসের কারণে করমর্দন করতে নিষেধ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আবাহনীর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। কারণ হাতের মাধ্যমেই মূলত ছড়ায় এই ভয়ঙ্কর ভাইরাসটি।



promotional_ad

অভ্যাসের বশে তাসামুলের সঙ্গে হাত মেলানোর ব্যাপারে মুশফিক বলেছেন, 'আসলে সত্যি কথা বলতে ভুলে যাই, এটা আসলে এখনো অভ্যাসে পরিণত হয়নি। আমরা যতদূর জানি যে বলে থুতু লাগানো যাবে না, এরপর আমাদের করমর্দন করার ব্যাপারেও মানা করা হয়েছে।'


করোনাভাইরাস নিয়ে প্রত্যেক ক্রিকেটারই রয়েছে শঙ্কার মধ্যে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য ক্রিকেটারদেরকে স্যানিটাইজার এবং হেক্সাসলের মতো জীবাণুনাশক সামগ্রী সরবরাহ করছে ক্লাবগুলো। মুশফিকের বিশ্বাস একটু সতর্ক থাকলেই এই ভাইরাসকে প্রতিহত করা সম্ভব।


আবাহনী দলপতি বলেন, 'আমাদের বলা হয়েছে আমরা যখন একসঙ্গে থাকবো তখন যেন দূরে থাকি। পানি পানের বিরতিতে হেক্সাসল, স্যানিটাইজার সবকিছুই ছিল। সবাই চেষ্টা করছে সতর্ক থাকার। পানির বোতলও ছিল। যার যারটা সে নিজে ব্যবহার করছে। আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যে যতটা নিরাপদ থেকে খেলা যায়।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball