দর্শকশুন্য প্রিমিয়ার লিগের আশঙ্কায় পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রবিবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কিন্তু এবারের আসরটি দর্শকশুন্য হতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি প্রধানের আশঙ্কা অবশ্য অমূলক নয় মোটেই। মরণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে রীতিমত কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন হাজারো মানুষ। করোনা আতঙ্কের ছোঁয়া লেগেছে ক্রিকেটার এবং দর্শকদের মাঝেও।

প্রিমিয়ার লিগে তাই দর্শক সমাগমের প্রত্যাশা নেই নাজমুল হাসানের। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সব জায়গায় হচ্ছে ঘরোয়া ক্রিকেট। যেটা হচ্ছে তাতে দর্শকশুন্য হওয়ার সম্ভাবনাই বেশি। মানে মূল সমস্যা হলো দর্শক এবং খেলোয়াড়দের।'
অবশ্য সরকার, ক্লাব কিংবা ক্রিকেটারদের কাছ থেকে কোনো প্রকার বাঁধা আসলে সেই মোতাবেক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড প্রধান। করোনা মোকাবেলায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বিসিবি বলে ইঙ্গিত দেন তিনি।
নাজমুল হাসানের ভাষ্যমতে, 'এরপরও ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে কথা বলে যদি কখনও আমাদের মনে হয় সরকার থেকে কোনও বাঁধা আসছে কিংবা অন্য কোথাও থেকে তাহলে আমরা সেভাবে সিদ্ধান্ত নেব।'