promotional_ad

বাংলাদেশের ছায়া দল হোক আবাহনী, চাওয়া সুজনের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের ক্রিকেটে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টে জয়ের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচে সফরকারীদের পরাজিত করে টাইগাররা।


আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আসরে আবাহনী লিমিটেডের কাছ থেকে এমন পারফরম্যান্সই প্রত্যাশা করছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। আবাহনীকে বাংলাদেশের ছায়া দল হিসেবে দেখার স্পৃহা জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।



promotional_ad

সুজনের মতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেমন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, তেমনি আবাহনীর ক্রিকেটাররাও পারফরম্যান্স দিয়ে প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে আনবেন। প্রতিটি ম্যাচে বড় জয় ছিনিয়ে আনবে তাঁর দল বলে ভবিষৎবাণী করেন তিনি। 


আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। প্রথম দিনই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। 


এই ম্যাচের আগে সুজন বলেন, 'আমাদের প্রথম থেকেই সিরিয়াস থাকতে হবে। কোনো ম্যাচকেই হালকাভাবে নেয়া যাবে না। আমরা যত বড় ব্যাবধানে জিততে পারি সেই চেষ্টা করতে হবে। যেমন দেখেন বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছে। আমরা এভাবেই খেলতে চাই আসলে।'    



নিজেদের সেরাটা দিয়ে খেলাই লক্ষ্য থাকবে আবাহনীর বলে জানান সুজন। তাঁর ভাষ্যমতে, 'আমি মনে করি যে খেলায় হারজিত থাকবেই। আমি ততক্ষণই খুশি থাকি যতক্ষণ আমি আমার সেরা ক্রিকেটটা খেলি। ছেলেরা শতভাগ এফোর্ট দিয়েছে। অপরাজিত থাকতে তো ভালো লাগবেই। কিন্তু দিন শেষে আমি চ্যাম্পিয়ন হতে চাই। আমি দুই ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছি সেটা জরুরী না। অপরাজিত থাকাটা অবশ্যই একটা ক্রেডিট।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball