৩০০ রান সহজ হলে প্রতি মাসেই দেখতেনঃ তামিম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে ইতিহাস রচনা করেছেন তামিম ইকবাল। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এই ওপেনার।
বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষে ৪২৬ বলে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলার মাধ্যমে রকিবুল হাসানকেও টপকে গেছেন তিনি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি এর আগে ছিল রকিবুলের। ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ফতুল্লায় অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেন তিনি।

যেকোনো দলের বিপক্ষে ৩০০ ঊর্ধ্ব ইনিংস খেলা বিশেষ কিছু ব্যাটসম্যানদের জন্য। তামিমও এর ব্যতিক্রম নন। ট্রিপল সেঞ্চুরি করাকে মোটেই সহজ কিছু মনে করছেন না তিনি।
দারুণ এই কীর্তি গড়ার পর সাংবাদিকদের তামিম বলেন, 'তিনশ রান যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে কঠিন। এটা যদি সহজই হতো তাহলে আপনি প্রতি মাসে ৩০০ রানের ইনিংস দেখতে পেতেন। এটি আমার হৃদয়ের বিশেষ অংশে জায়গা করে নিয়েছে।'
আগামী ম্যাচগুলোতেও এই ফর্মের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা তামিমের। তাঁর ভাষ্যমতে, 'ট্রিপল সেঞ্চুরি করার অনুভূতি অনেক স্পেশাল। আমি মনে করি প্রত্যেকেই এই ধরণের ইনিংসের স্বপ্ন দেখে, কিন্তু আমি ভাবিনি এই ম্যাচেই সেটা আসবে। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেভাবে ব্যাটিং করেছি। আশা করি এই ফর্ম ধরে রাখতে পারবো।'