তামিম-মুশফিকদের নিয়ে আকরামের আক্ষেপ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরোয়া ক্রিকেটে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের নিয়মিত না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের মতে তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বছরের অধিকাংশ সময় জাতীয় দলের হয়ে খেলতে হয় তামিম, মুশফিক, রিয়াদদের। আর সেই কারণে ঘরোয়া ক্রিকেটে টানা খেলার সুযোগ হয়ে উঠে না তাঁদের। ব্যস্ততার কারণে অভিজ্ঞ ক্রিকেটারদের না পাওয়াটা দুর্ভাগ্যের বলে মনে করেন আকরাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, 'পরিসংখ্যানই বলে দেয় তামিম কোন মাপের খেলোয়াড়। আমাদের দুর্ভাগ্য যে ব্যস্ততার জন্য ওদের আমরা ঘরোয়া ক্রিকেটে সবসময় পাই না। তামিম, মুশফিক বা রিয়াদরা যদি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতো তাহলে এর মান আরও উন্নত হতো।'
আকরামের বিশ্বাস তামিমদের মতো ক্রিকেটারদের বিপক্ষে বোলিং করতে পারলে তরুণ বোলাররাও অনেক কিছু শিখতে পারবে। সেই কারণে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ততা জরুরী বলে মনে করছেন তিনি।
সাবেক এই অধিনায়কের ভাষ্যমতে, 'ভালো ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করাটা কত কঠিন বা ভালো বোলারের বিপক্ষে ব্যাটিং করাটা কত কঠিন এই জিনিষটা বুঝতে পারতো। আমাদের দুর্ভাগ্য এমন আমরা পাই না। তো সেটা নিয়েও আলাপ হয়েছে। আমরা যদি ওদের নিয়মিত খেলাতে পারতাম তাহলে মান আরও বাড়ত।'