লেগ স্পিনার খেলানোর নিয়ম করেও লাভ হলো না!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দেশের ক্রিকেটে লেগ স্পিনারের ঘাটতি দূর করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মধ্যে বিসিবির অন্যতম পদক্ষেপ ছিল জাতীয় ক্রিকেট লিগের প্রতি দলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করা। কিন্তু সেই নিয়ম মানছে না দলগুলো। বিসিবির পক্ষ থেকে কেমন গুরুত্ব দেয়া হচ্ছে এই নিয়মের উপর, সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।
বাধ্যতামূলক নিয়ম থাকা সত্ত্বেও লেগ স্পিনার ছাড়া জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে মাঠে নেমেছে ঢাকা বিভাগ। বগুড়ায় প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে জুবায়ের হোসেন লিখনকে একাদশে রাখেনি তারা।
অথচ এই নিয়ম না মানার কারণে বরখাস্ত হয়েছিলেন ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের কোচ। তারপরও ঢাকা বিভাগ কেন অন্য পথে হাঁটলো? উত্তর মিলেছে ঢাকা বিভাগের নতুন কোচ মোহাম্মদ সেলিমের সঙ্গে আলাপের মাধ্যমে। ক্রিকফ্রেঞ্জিকে তিনি জানিয়েছেন, বিসিবি থেকে অনুমতি নিয়েই লেগ স্পিনারবিহীন দল সাজিয়েছে ঢাকা।

দলের ব্যাটিং শক্তি বাড়াতে এবং বগুড়ার পেস সহায়ক উইকেটের সুবিধা নিতে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিবির উপরের মহলের কাছে এই ম্যাচের জন্য লেগ স্পিনার না খেলানোর জন্য অনুমতি চাইলে পেয়ে যায় দলটি।
ক্রিকফ্রেঞ্জিকে ঢাকার কোচ সেলিম বলেন, ‘দলের কম্বিনেশনের জন্য এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে লিখনকে। আমরা বিসিবির উপরের মহল থেকে অনুমতি নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছি। বগুড়ার উইকেট সাধারণত পেস সহায়ক হয়। এটা একটা চিন্তা ছিল।’
‘একই সঙ্গে আমাদের ব্যাটিং লাইন আপও একটু দুর্বল হয়ে গিয়েছে। রনি তালুকদার ইনজুরিতে, সাইফ হাসান জাতীয় দলে। আমরা একটা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে চেয়েছি এই ম্যাচটা। সবার সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ যোগ করেন তিনি।
দেশের ঘরোয়া লিগগুলোয় লেগ স্পিনাররা অবহেলিত, বিসিবির সেটা ভালোই জানা। লেগ স্পিনারদের খেলার সুযোগ করে দেয়ার জন্যই বাধ্যতামূলক নিয়ম করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু উদ্দেশ্যে কতটুকু অটল থাকছে বিসিবি, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
দলের কম্বিনেশনের জন্য যদি লেগ স্পিনার বসিয়ে রাখার অনুমতি পায় দলগুলো, তাহলে লেগ স্পিনার খেলানোর বাধ্যতামূলক নিয়ম করার কারণ কী, সেটাও এখন বড় প্রশ্ন। আগের মতো অবহেলিতই থেকে যাচ্ছেন লেগ স্পিনাররা।
একাদশে লেগ স্পিনার রাখা বাধ্যতামূলক করেই সন্তুষ্ট থাকছে বিসিবি। বোলিংয়ের সুযোগ পাচ্ছেন কিনা লেগ স্পিনাররা, সেটা দেখার কেউ নেই বিসিবিতে। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের খেলার দিকে তাকালেই এটা স্পষ্ট যে, কতোটা প্রাধান্য দেয়া হচ্ছে লেগ স্পিনারদের।
ঢাকা বিভাগ ছাড়া সব দলেই রয়েছে লেগ স্পিনার, কিন্তু যেখানে বেশিরভাগই নাম মাত্র। যাদের দিয়ে বোলিং করানোর কোনো প্রয়োজনই মনে করে না দলগুলো, তাদের খেলোনো হচ্ছে। বিসিবির নিয়ম মানতেই দলগুলো যে এই পথে হাঁটছে, সেটা বলাই বাহুল্য।