আফগানিস্তান সিরিজ থেকেই গুঞ্জন শুনছিলেন মুমিনুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাকিব আল হাসানের ২ বছরের (শর্ত সাপেক্ষে) নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বভার দেয়া হয়েছে মুমিনুল হককে। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই অধিনায়কত্ব পাওয়ার গুঞ্জন শুনছিলেন তিনি। সম্প্রতি শীর্ষ স্থানীয় এক সংবাদ পত্রকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন মুমিনুল।


এবার ভারত সিরিজে সত্যিই অধিনায়কত্বের অভিষেক হতে চলেছে তাঁর। সাকিব আফগানিস্তান সিরিজ থেকে নতুন কাউকে অধিনায়ক করার কথা প্রকাশ্যে বলেছিলেন। তাছাড়া বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সরাসরি তাঁকে অধিনায়কের দায়িত্ব নেয়ার কথা বলেছিলেন।


promotional_ad

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, 'আমি আফগানিস্তান সিরিজ থেকেই হালকা হালকা শুনতে ছিলাম। সাকিব ভাই বারবার বলছিল। নির্বাচক সুমন ভাইও (হাবিবুল বাশার সুমন) ‘এ’ দলের হয়ে যখন যাই, তখন অধিনায়কত্বের কথা বলত যে, অধিনায়ক হতে হবে তোকে।'


কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। এরপর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মূলত তাঁর অধিনায়কত্ব পরখ করতেই এই দায়িত্ব দেয়া হয়েছিল। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার খবরটা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে প্রথম শোনেন মুমিনুল।


প্রথমে এটাকে আমলে না নিলেও, এরপর তাঁকে এই বিষয়ে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 


অধিনায়কত্ব প্রসঙ্গে মুমিনুল বলেছেন, 'আমার মনে হয় সাকিব ভাই কোচকে বলছে। সাকিব ভাই বারবার বলত না যে, জুনিয়র কাউকে অধিনায়ক করা উচিত। আমাকে বলছিল যে, তোমার করা উচিত। আমি এসব পাত্তা দেইনি। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) খবরটা আগে কোচ জানান। তারপর বোর্ড থেকে আকরাম ভাই, নান্নু ভাই জানান।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball