promotional_ad

সাকিবের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তি বাতিল হচ্ছে।


আইসিসি থেকে নিষিদ্ধ কোনো ক্রিকেটার সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকতে পারে না। এর ফলে সাকিবও কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না।সাকিবের ব্যাপারে ??খনও কোনো সিদ্ধান্তে আসেনি বিসিবি। তবে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী।



promotional_ad

বুধবার ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, 'আমরা মাত্রই এই বিষয়টি সম্পর্কে জেনেছি। বোর্ডের সঙ্গে এই বিষয়ে এখনও কথা হয়নি। দ্রুতই এই বিষয়ে জানিয়ে দেয়া হবে।'


নিষেধাজ্ঞার ফলে ক্রিকেটীয় কোনো কার্যক্রমের অংশ হতে পারবেন না সাকিব। মূলত এই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন এই অলরাউন্ডার। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর সাকিব মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি।


২০০৮ সালে প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আসেন সাকিব। এরপর থেকে কেন্দ্রীয় চুক্তিতে নিয়মিত মুখ ছিলেন তিনি। টানা ১১ বছর চুক্তিতে থাকার পর এবার বাদ পড়তে চলেছেন তিনি।




 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball