promotional_ad

সাকলাইন-সানজামুলের ঘূর্ণিতে কুপোকাত রংপুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগকে ৬ রানে হারিয়েছে রাজশাহী বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১১ রানে অলআউট হয় রংপুর।


রংপুরকে গুড়িয়ে দেয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছেন দুই স্পিনার সানজামুল ইসলাম এবং সাকলাইন সজীব। দুইজনই শিকার করেছেন ৫টি করে উইকেট। এই দুই স্পিনারের বোলিং ঘূর্ণির সামনে একেবারেই সুবিধা করতে পারেননি রংপুরের ব্যাটসম্যানরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন নাইম ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। 


আজ সকালে ৬ উইকেটে ১২৯ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। এরপর আর বেশিদূর এগোতে পারেনি ফরহাদ হোসেনের দল। রংপুরের বোলিং তোপে মাত্র ১৯০ রানে অলআউট হয় তারা।


রংপুরের হয়ে মাত্র ৩০ রানে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার তানবীর হায়দার। এছাড়াও ২টি করে উইকেট পেয়েছেন মাহমুদুল হাসান, সঞ্জিত সাহা এবং সোহরাওয়ার্দি শুভ। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সানজামুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে জুনায়েদ সিদ্দিকির ব্যাট থেকে।  



promotional_ad

এর আগে ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী বিভাগের অধিনায়ক ফরহাদ হোসেন। এরপর খেলতে নেমে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং ঘূর্ণিতে প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয় রাজশাহী।


সিলেটের হয়ে মাত্র ৫০ রান খরচায় ৫ উইকেট নেন ১৭ বছর বয়সী রিশাদ। আর সাজেদুল ইসলাম এবং সোহরাওয়ার্দি শুভ নেন দুটি করে উইকেট। রাজশাহীর রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি রংপুরও।


সানজামুল ইসলাম এবং ইফতেখার সাজ্জাদের দারুণ বোলিংয়ে মাত্র ২৭৪ রানে গুটিয়ে যায় তারা। ফলে ৭৩ রানের লিড পায় রংপুর। ৮৬ রান খরচায় ৩ উইকেট নেন সানজামুল। আর ৫৯ রানে ২ উইকেট পান সাজ্জাদ। একটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন, তাইজুল ইসলাম, মুক্তার আলী এবং সাকলাইন সজীব। 


সংক্ষিপ্ত স্কোরঃ


রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ২০১/১০ (৭১.৪ ওভার) (ফরহাদ ৬০, শান্ত ৩৪; রিশাদ ৫/৫০, সাজেদুল ২/১৫) 



রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২৭৪/১০ (১১৮.৫ ওভার) (মারুফ ৭৮, নাসির ৬২; সানজামুল ৩/৮৬, সাজ্জাদ ২/৫৯) 


রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১৯০/১০ (১০২.১ ওভার) (সানজামুল ৩৬, জুনায়েদ ৩৪; তানবীর ৩/৩০, সঞ্জিত ২/৩০)


রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১১১/১০ (৬০.৪ ওভার)  (নাইম ৩৬, আরিফুল ২৬; সানজামুল ৫/৪৮, সজীব ৫/৩৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball