অনেক সময় চাপমুক্ত থাকার অভিনয় করিঃ সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কোনো চাপই স্পর্শ করে না সাকিব আল হাসানকে। বাংলাদেশের এই টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সব সময় থাকেন চাপমুক্ত এবং নির্ভার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, চাপমুক্ত থাকার রহস্য।
অনেক সময় চাপমুক্ত না থেকেও নির্ভার থাকার অভিনয় করেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। এই অভিনয় করতে করতেই তাঁর ব্যক্তিত্বে চাপমুক্ত থাকার কৌশলটা আয়ত্বে এসে গেছে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'অনেক সময় আমি চাপমুক্ত থাকি না। হয়তো আমি অভিনয় করি চাপমুক্ত থাকার। অভিনয় করতে করতে একসময় আমার চরিত্রের মধ্যে চলে আসছে আমি চাপমুক্ত। এটা কখনই এমন না আমি সবসময় চাপমুক্ত থাকি বা চাপে থাকি। অনুশীলন করতে করতে এক সময় বিশিষ্টে পরিণত হয়।'
কদিন আগেই বেতন ভাতা বাড়ানোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই আন্দোলনের মধ্যমণি ছিলেন সাকিব। আন্দোলন প্রত্যাহার করে ইতোমধ্যে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা।
জাতীয় দলের ক্রিকেটাররা এখন ভারত সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। যদিও এই প্রস্তুতিতে অনিয়মিত সাকিব। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচেই খেলছেন না সাকিব। চাপমুক্ত থেকেই ভারতের বিপক্ষে মাঠে নামতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিয়ানায়ক।