কেমন ছিল জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম রাউন্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দুই রাউন্ডে অংশ নেবেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। নভেম্বরে ভারত সফর থাকায় এবারের এনসিএলে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম রাউন্ড।
এই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সফল ওপেনার ইমরুল কায়েস। পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলেছেন এক বছর ধরে দলের বাইরে থাকা বাঁহাতি এই ওপেনার। খুলনা বিভাগের হয়ে অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছেন ইমরুল।

রংপুরের বিপক্ষে ৩১৯ বলে ২০২ রানের হার না মানা ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ইমরুলের পাশাপাশি ব্যাট হাতে সফল হয়েছেন জাতীয় দলের আরও দুজন ক্রিকেটার।
মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছন্দের সঙ্গে ব্যাটিং করেছেন। রাজশাহীর জার্সিতে প্রথম ইনিংসে ৭৫ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ২১ রান আসে তাঁর ব্যাট থেকে। দুই ইনিংস মিলিয়ে মুশফিকের রান ৯৬।
অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ঢাকা মেট্রোর হয়ে খেলা মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসে ৬৩ রান করা অভিজ্ঞ এই অলরাউন্ডার বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।
জাতীয় দলের বাকিরা অবশ্য প্রথম রাউন্ডে তেমন কিছু করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে সাব্বির রহমান ১১, মুমিনুল হক ১১ এবং বিশ্রাম শেষে মাঠে ফেরা তামিম ইকবাল করেছেন ৭৬ রান। এক ইনিংসে ব্যাটিং করা ওপেনার সাদমান ইসলাম করেন ৬ রান।
বোলিংয়ে সবচেয়ে সফল তাইজুল ইসলাম। রাজশাহীর হয়ে দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এ ছাড়া রুবেল হোসেন ২টি, সৌম্য সরকার একটি, এবং শফিউল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট।