promotional_ad

১২ পেয়েও হতাশ আল-আমিন!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপ টেস্টে ১২ পয়েন্ট পেয়েছেন ডানহাতি পেসার আল-আমিন হোসেন। এই মার্ক পেয়েও অবশ্য সন্তুষ্ট হতে পারছেন না তিনি। ২৯ বছর বয়সী এই পেসারের লক্ষ্য ছিল ১৩ পয়েন্ট পাওয়ার। শেষ পর্যন্ত এই পয়েন্ট না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। 


আসন্ন জাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে হলে বিপ টেস্টে ন্যূনতম ১১ পয়েন্ট পেতে হবে বলে ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু অনেক খেলোয়াড়ই এই পয়েন্ট তুলতে ব্যর্থ হন। এক্ষেত্রে ব্যতিক্রম পেসার আল-আমিন। জাতীয় দলের বাইরে থাকলেও ফিটনেস ধরে রেখেছেন তিনি।  



promotional_ad

এরপরও ১৩ না পাওয়ার আক্ষেপ নিয়ে আল-আমিন বলেন, 'আমি আসলে হতাশ। সাধারণত ১২, ১০ বা ৮ দেই। আমার লক্ষ্য ছিল ১৩। পায়ে একটু ব্যাথা ছিল। তাই ১২ দিতে পেরেছি। আপাতত খুশি এই ভেবে যে ১১ তে পাস ছিল সেটা দিতে পেরেছি।' 


বিপ টেস্টে ভালো করলেও ম্যাচের ফিটনেস যে ভিন্ন ব্যাপার সেটিও মানছেন আল-আমিন। এই ফিটনেস ধরে রাখতে হলে সারা বছর কাজ করতে হবে বলে মনে করেন তিনি। আল-আমিনের ভাষায়, 'মাঠে গিয়ে বোলিং করার ফিটনেস বা ম্যাচ ফিটনেস ভিন্ন জিনিস। এই ফিটনেসটি মেইনটেইন করতে চাইলে সারা বছর কাজ করতে হবে। এটি যদি কেউ মেইনটেইন করতে পারে তাহলে মাঠে ভালো পারফর্ম করা সম্ভব।' 


জাতীয় ক্রিকেট লিগকে আরো প্রতিযোগিতামূলক করতে বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগের জাতীয় লিগেও ক্রিকেটারদের বিপ টেস্ট বাধ্যতামূলক করেছিল ক্রিকেট বোর্ড। যদিও সেবার ৯ পয়েন্ট পেয়েও সুযোগ পেয়েছিলেন অনেক ক্রিকেটার। এবার শুরুতে পাস মার্ক ১১ করলেও বয়স বিবেচনায় অনেক খেলোয়াড় ১০ পাস করেছেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball