বয়সের ভিত্তিতে বিপ টেস্টের বেঞ্চমার্ক নির্ধারণ?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপ টেস্টের পাস মার্ক ১১ করায় জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারই প্রথম দফায় পাস করতে ব্যর্থ হয়েছেন। এই তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, আরাফাত সানিদের মতো খেলোয়াড়রা।

আজ দ্বিতীয় দফাতে পরীক্ষা দিয়েও ১১ তুলতে পারেননি অনেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল পেয়েছেন ১০ পয়েন্ট। যদিও তাঁকে পাস করিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। ধারণা করা যাচ্ছে ক্রিকেটারদের বয়স বিবেচনা করে বিপ টেস্টে পাসের বেঞ্চমার্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বেঞ্চমার্কটি ঠিক কত সেটি খোলাসা করেননি এইচপি ট্রেইনার তুষার কান্তি হাওলাদার।
এই ব্যাপারে নির্বাচক প্যানেল সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি। বিপ টেস্টের পর সাংবাদিকদের তুষার বলেন, 'যারা একটু ভালো, মানে আশরাফুলদের মতো যারা আছে তাদের উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। তবে একদম বেঞ্চমার্ক ছুঁতে পারেনি তারা। তাদের জন্য জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যারা আছেন তারা হয়তো চিন্তা করবেন। তাদের খেলার বয়স নিয়ে চিন্তা করে তাদের ব্যাপারে কি করা যায় সেটি ভাববেন। এই বেঞ্চমার্কের ব্যাপারটি জাতীয় দলের নির্বাচক প্যানেল বলতে পারবে।'
জাতীয় ক্রিকেট লিগকে আরো প্রতিযোগিতামূলক করতে বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগের জাতীয় লিগেও ক্রিকেটারদের বিপ টেস্ট বাধ্যতামূলক করেছিল ক্রিকেট বোর্ড। যদিও সেবার ৯ পয়েন্ট পেয়েও সুযোগ পেয়েছিলেন অনেক ক্রিকেটার।