promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রভাব ঘরোয়া ক্রিকেটেও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা। 


টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই আসন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে চান বাংলাদেশের হয়ে ৩টি টেস্ট খেলা ডানহাতি ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। আইসিসির উদ্যোগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটির প্রভাব দেশের ঘরোয়া ক্রিকেটেও পড়বে বলে তাঁর বিশ্বাস। 



promotional_ad

মার্শাল বলেন, 'এটি অবশ্যই একটি ভালো প্রতিযোগিতা। এটার প্রভাবটা আমাদের ঘরোয়া ক্রিকেটেও পড়বে আশা করি। আমাদের খেলোয়াড়রা সবাই এটি নিয়ে ভাবছে। এই মৌসুমটা ভালো কিছু করার কথা ভাবছে।'


জাতীয় লিগে ভালো পারফর্ম করতে পারলে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়দেরও সুযোগ থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় লিগে ভালো পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


১৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ১৭টি সেঞ্চুরি করা মার্শাল আইয়ুবের ভাষায়, 'মৌসুম শুরুর আগে একটা তাগিদ থাকে ভালো কিছু করার। যতটা গত বছর করেছি তার চেয়ে কিছুটা হলেও এক পারসেন্ট দুই পারসেন্ট যতটা পারি উন্নতি করার ইচ্ছা থাকে।'



গত জাতীয় ক্রিকেট লিগের আসরে ৫ ম্যাচে ৩২.৭৫ গড়ে ২৬২ রান সংগ্রহ করেন ঢাকা মেট্রোপলিসের টপ অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের। সেই আসরে এক সেঞ্চুরি এবং দুই হাফ সেঞ্চুরি করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball