promotional_ad

দ্বিতীয় পরীক্ষায় নামছেন আশরাফুল, নাসিররা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথম দফায় বিপ টেস্টের বাধা পেরোতে ব্যর্থ হওয়া ক্রিকেটাররা রবিবার আবারো সুযোগ পাচ্ছেন পরীক্ষা দেয়ার। গত ১ অক্টোবর বিপ টেস্ট দিয়ে পাশ করতে পারেননি মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানি, আরাফাত সানি, নাসির হোসেনরা। এবার নতুন করে পরীক্ষায় নামতে যাচ্ছেন তাঁরা। 


জাতীয় ক্রিকেট লিগকে আরো প্রতিযোগিতামূলক করতে বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পাস মার্ক করা হয়েছে ১১। কিন্তু গত ১ অক্টোবর অনুষ্ঠিত বিপ টেস্টে এই পয়েন্ট তুলতে ব্যর্থ হন জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটাররাই। 



promotional_ad

প্রথম দফায় দেয়া বিপ টেস্টে ৯.৪ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে পারেননি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এবং অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে খেলা রাজ্জাক ছাড়াও অনুত্তীর্ণ হওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, আরাফাত সানি, নাদিফ চৌধুরী এবং মোহাম্মদ শরিফ। 


বিপ টেস্টে ৯.৬ পয়েন্ট পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। এছাড়াও অলরাউন্ডার নাসির ৯.৭, ইলিয়াস সানি ৯.৫, আরাফাত সানি ১০.৯, নাদিফ ১০.৪ এবং শরিফ ১০.৬ পয়েন্ট পেয়েছেন।  


এর আগের জাতীয় লিগেও ক্রিকেটারদের বিপ টেস্ট বাধ্যতামূলক করেছিল বিসিবি। যদিও সেবার ৯ পয়েন্ট পেয়েও সুযোগ পেয়েছিলেন অনেক ক্রিকেটার। কিন্তু এবার টুর্নামেন্টের মান বাড়াতে পাস মার্ক বাড়িয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball