ত্রিদেশীয় সিরিজেই তামিমকে ছাড়াবেন সাকিব?

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেই ওপেনার তামিম ইকবালকে ছ???ড়ানোর সুযোগ থাকছে অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাট হাতে আর মাত্র ৮৬ রান করতে পারলেই তামিমকে টপকে দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন সাকিব।
বাংলাদেশের হয়ে ৭১ টি-টোয়েন্টিতে এক হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন তামিম। তাঁর রয়েছে একটি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৭২ ম্যাচে এক হাজার ৪৭১ রান করেছেন। যেখানে ৮টি হাফ সেঞ্চুরির মালিক তিনি।

মূলত এই সিরিজে তামিম ইকবাল অনুপস্থিত থাকার কারণে সাকিবের শীর্ষে ওঠা অনেকটাই সময়ের ব্যাপার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
৭৬ ম্যাচে এক হাজার ২৫১ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি। মাহমুদউল্লাহর পর তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাব্বির রহমান।
৭৭ টি টোয়েন্টিতে এক হাজার ১৩৮ রান করেছেন মুশফিক। তাঁর রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। অপরদিকে সাব্বিরের সংগ্রহ ৪১ ম্যাচে ৯০৬ রান। ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
১৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের অংশগ্রহণে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানদের দল।