promotional_ad

তরুণদের অনুশীলনের মান নিয়ে আকরামের প্রশ্ন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তরুণ ক্রিকেটারদের অনুশীলনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। উদাহরণ হিসেবে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


promotional_ad

সাধারণত দীর্ঘ সময় অনুশীলন করতে দেখা যায় না সাকিব-তামিমকে। তবে অনুশীলনে ব্যয় করা প্রতিটা মুহূর্ত কাজে লাগান তাঁরা। যেটাকে বলা যায় কোয়ালিটি প্র্যাকটিস। এমন অনুশীলনের ফল মাঠেই দেখা যায়। এই কোয়ালিটি প্র্যাকটিস দিয়েই নিজেদের সেরা প্রমাণ করেছেন সাকিব-তামিমরা।


মুদ্রার উল্টো পিঠ দেশের তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে। নেটে দীর্ঘ সময় অনুশীলন করলেও সঠিক পদ্ধতি এবং কৌশলের অভাবে প্রতিনিয়ত পেছনে পড়ে থাকতে হচ্ছে তাদের। এখানেই মূলত সাকিব-তামিমদের সঙ্গে পার্থক্য খুঁজে পেয়েছেন বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের নায়ক আকরাম।  
 
সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘তরুণরাও পারফর্ম করছে। তবে এটি নির্ভর করছে আপনার কোয়ালিটি প্র্যাকটিসের ওপর। আমরা দেখি যে ইন্ডিভিজুয়ালি আপনারা কী করছেন। যারা অনেক ভালো তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি টপ কোয়ালিটির প্র্যাকটিস করে। মুশফিক, তামিম, রিয়াদ, মাশরাফিদের যেমন ধারাবাহিকতা আছে তেমনটা যদি ওদের (তরুণ) মধ্যে চলে আসে তাহলে ওরাও ভালো খেলোয়াড় হবে।’


দলের সিনিয়র ক্রিকেটারদের দেখে তরুণদের শিখতে বলেছেন আকরাম খান। ধারাবাহিকতা বজায় রাখতে হলে অনুশীলন সেশনের সদ্ব্যবহার করতে হবে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘যারা সিনিয়র আছে, তারা কিন্তু আলাদা করে প্র্যাকটিস করে। প্র্যাকটিসটা অনেক গুরুত্বপূর্ণ যদি খেলোয়াড়রা আরো উন্নতি করতে চায়। এই জিনিসটি মন থেকে আসতে হবে। তবে এমন না যে তারা চেষ্টা করছে না। হয়তো বা ওদের ধারাবাহিকতা অনেক কম আরকি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball