promotional_ad

বেয়ারস্টো-স্টোকসের তান্ডবে বড় পুঁজি ইংল্যান্ডের

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসের ঝড়ো ইনিংসে ভর করে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান। 


টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় এবং বেয়ারস্টো। এই দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ১৬০ রান।


ইনজুরি থেকে সদ্য ফেরা রয় ৬৬ রান করে কুলদীপ যাদবের বলে ভারতের বদলি ফিন্ডার রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন। দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করেছেন বেয়ারস্টো এবং জো রুট।



promotional_ad

ঝাঁঝালো ইনিংস খেলা বেয়ারস্টো ১০৯ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন। এরপর অধিনায়ক ইয়ন মরগান অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। দেখে শুনে খেলতে থাকা রুট আউট হয়েছেন ৪৪ রান করে। 


শেষ দিকে দ্রুত রান তুলেছেন বেন স্টোকস এবং জস বাটলার। ৪৭তম ওভারে বাটলার মাত্র ৮ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন। ক্রিস ওকসকে ব্যক্তিগত ৭ রানে ফিরিয়ে পাঁচ উইকেট দখলে নেন ভারতের পেসার মোহাম্মদ শামি। 


স্টোকস ৫৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে আউট হন জসপ্রিত বুমরাহর বলে ভারতের বদলি ফিলল্ডার রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে। ৫০ ওভার শেষে লিয়াম প্লাঙ্কেট ১ ও জফরা আর্চার কোনো রান না করেই অপরাজিত থেকে ইংল্যান্ডকে ৩৩৭ রানে পৌঁছে দেন।


জফরা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উডদের নিয়ে গড়া বোলিং আক্রমণের বিপক্ষে এই লক্ষ্য পাড়ি দেয়া মোটেই সহজ হবে না ভারতের জন্য।



সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ডঃ ৩৩৭/৭ (৫০ ওভার)
(বেয়ারস্টো ১১১, স্টোকস ৭৯, রুট ৪৪;  শামি ৫/৬৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball