promotional_ad

স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানালেন ফাহিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মেয়েদের ক্রিকেটে উন্নতি আনতে হলে যথাযথ বিনিয়োগ অত্যাবশ্যক, বিশ্বাস নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমের। আসন্ন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আসরকে সামনে রেখে তিনি জানিয়েছেন দেশের নারী ক্রিকেটকে পরবর্তীতে পর্যায়ে নিয়ে যেতে হলে স্পন্সরশীপের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। 


বিশেষ করে ছেলেদের মতো মেয়েদেরও প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট আরও বেশি আয়োজন করার ব্যাপারে জোর দিয়েছেন বরেণ্য এই কোচ। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে এই বিষয়টি মাথায় রাখতে হবে, জানিয়েছেন তিনি। ফাহিম বলেছেন,  



promotional_ad

'মেয়েদের ক্রিকেটকে যদি আরেকটা লেভেলে নিতে চাই, তাহলে বিনিয়োগটা খুব জরুরী। তাদের জন্য আলাদা সুযোগ তৈরি করা, তাদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা। তাদের জাতীয় দল, এ দল বা ছেলেদের মত হাই পারফর্মেন্স, বয়সভিত্তিক দল, এসব কিছু যদি না করি তাহলে আমরা অন্যসব দেশের সাথে তাল মেলাতে পারব না, স্বাভাবিকভাবেই পারব না। সেই জন্য বিনিয়োগ করা দরকার।'


মেয়েদের ক্রিকেটে বিনিয়োগ করার জন্য স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফাহিম। আর ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটে উপযুক্ত স্পন্সর পাওয়া গেলে ক্রিকেট বিশ্বে নারীরাও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে, মতামত দেশের অভিজ্ঞ এই কোচের। এই প্রসঙ্গে ফাহিমের ভাষ্য, 


'ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একা বিনিয়োগ করা সম্ভব না। ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন রকম স্পন্সরদের এগিয়ে আসতে দেখি, আমার মনে হয় সময় এসেছে যারা স্পন্সরশীপে আগ্রহী, তাদের মেয়েদের ব্যাপারটাও একটু দেখা দরকার। কারণ মেয়েরা যখন ভালো করে, সারা বিশ্বে তাদের নাম হয়। বাংলাদেশও সেটার অংশীদার, আমরা সবাই সেটার অংশীদার।'



ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করার জন্য স্পন্সর প্রয়োজন উল্লেখ করে ফাহিম আরও বলেছেন, 'ভালো করার জন্য ভালো সুযোগ সুবিধা দরকার, ভালো খেলার সুযোগ সুবিধা দরকার, প্রস্তুতির জন্য সুযোগ দরকার। এগুলো করার জন্য স্পন্সরদের বিকল্প নেই। আমার মনে হয় স্পন্সররা যদি এগিয়ে আসেন মেয়েদের ক্রিকেটের ব্যাপারে, তাহলে দারুণ ব্যাপার হবে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball