promotional_ad

নিউজিল্যান্ডে ভাগ্যের দিকে তাকিয়ে তাইজুল

তাইজুল ইসলাম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


নিউজিল্যান্ড সফরে ভাগ্যের দিকে তাকিয়ে বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম। তিনি মনে করেন আসন্ন এই সফরে স্পিনারদের বড় কিছু করা সম্ভব নয়।


বুধবার থেকে কিউইদের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্তত ২-৩ উইকেট নিয়ে দলের জন্য অবদান রাখাই বড় লক্ষ্য তাইজুলের।


'অনেক বড় কিছু করা যাবে এটা আসলে ভুল। ওদের কন্ডিশনে অনেক বড় কিছু করা সম্ভব না, কপালে থাকলে আবার হতেও পারে। কিন্তু যদি রান কম দিয়ে ২-৩টা উইকেট নেয়া যায় তাহলে দলের জন্য ভালো আরকি। নিজের যোগ্যতা অনুযায়ী (আবিলিটি) দলের জন্য যতটুকু করা যায় আরকি।'



promotional_ad

নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের চেয়ে অনেক আলাদা। টেস্ট সিরিজ শুরুর ১০-১২ দিন আগেই সেখানে পা রাখবেন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তাই তাইজুল আশা প্রকাশ করেছেন দ্রতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন তারা।


'যেহেতু আমরা ১০-১২দিন আগে যাচ্ছি অবশ্যই আলাদা কন্ডিশনে একটু বেশী সময় পেলে ভালো হয়। যথেষ্ট সময় হাতে রেখেই যাচ্ছি, আশা করছি কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিব।'


সদ্যই বিপিএলের আসর শেষ হয়েছে। তাই টেস্টের সঙ্গে মানিয়ে নেয়া কঠিন হবে না বলেই বিশ্বাস তাইজুলের। সিরিজ শুরুর আগে পরিকল্পনাটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন টাইগারদের টেস্ট দলের বিশেষজ্ঞ এই স্পিনার।


'আমার কাছে চ্যালঞ্জের কিছু নেই, কিছু দিন আগেই বিপিএল শেষ হয়েছে। টেস্ট এবং ওয়ানডে দুই জায়গায় যে বোলিং ভিন্ন করতে হয় তা নয়, সব একই থাকে হয়তো অনেক ক্ষেত্রে ভেরিয়েশনে একটু পরিবর্তন আসে। শুধু সেট আপ করা আরকি, যে ওয়ানডেতে এভাবে করবো আর টেস্টে এভাবে করবো।'




 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball