ডাসকাট তাঁর ক্লাস দেখিয়েছেঃ ইভান্স

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী কিংস। তাই এই জয়ের অনেক মূল্য রাজশাহীর ক্রিকেটারদের কাছে। এই ম্যাচে লরি ইভান্স ও ডাসকাটের বড় জুটতেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল রাজশাহীর।
দলের বড় জয়ে অবদান রেখেছেন লরি ইভান্স। তিনি ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। দ্বিতীয় উইকেটে রায়ান টেন ডাসকাটকে নিয়ে যোগ করেছেন ১০৯ রান। আর ডাসকাটের ব্যাট থেকে এসেছে ৪২ রান।

ম্যাচ সেরা হয়েছে লরি ইভান্সই। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ইভান্স প্রশংসায় ভাসিয়েছেন ডাসকাটকে। তিনি মনে করেন দারুণ ইনিংসের মাধ্যমে নেদারল্যান্ডসের এই ক্রিকেটার তাঁর ক্লাস দেখিয়েছেন।
'এই জয়ের অনেক মাহত্ব আছে ছেলেদের কাছে। সে (রায়ান টেন ডাসকাট) চমৎকার খেলেছে এবং সে তার ক্লাস দেখিয়েছে।'
১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থাকলেও শেষ চারে খেলতে হলে বাকি দুই ম্যাচে হারতে হবে ঢাকাকে। তাই তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা অনেক কম। তারা যদি শেষ চারে যেতে পারে তবে তা বোনাস হবে বলে মনে করেন ইভান্স।
'আমাদের হয়ত সুযোগ আছে, কে জানে। ঢাকা কয়েকটি ম্যাচ থেকেই লড়াই করছে। কিন্তু তারা একটি ভালো দল। আমরা যদি যাই এটা বোনাস হবে।'