টেস্টের সেরা একাদশে নেই কোন বাংলাদেশি
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বছরের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ক্রিকবাজে প্রকাশিত এই একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম এবং শ্রীলঙ্কান দিমুথ করুনারত্নে।
চলতি বছর ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই দুই ওপেনার। ৭টি টেস্টে ৫৯.৮১ গড়ে ৬৫৮ রান সংগ্রহ করেছেন লাথাম। যেখানে তাঁর রয়েছে ২টি শতক এবং ২টি অর্ধশতক। অপরদিকে লঙ্কান করুনারত্নে ৯ টেস্টে ৪৬.৪৩ গড়ে মোট ৭৪৩ রান করেছেন। ৭টি অর্ধশতকের পাশাপাশি ১টি শতক রয়েছে তাঁর।
বছরের অন্যতম সেরা রান সংগ্রাহক হওয়ায় হার্শার পছন্দের একাদশে অন্তর্ভুক্ত আছেন এই দুই ব্যাটসম্যান। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন তিনি। চলতি বছর ৭টি টেস্টে ৫৯.১৮ গড়ে ৬৫১ রান সংগ্রহ করা উইলিয়ামসন হাঁকিয়েছেন ৩টি অর্ধশতক এবং ২টি শতক।

একাদশের চার এবং পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি এবং কিছুদিন আগে অবসর নেয়া প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে বাছাই করেছেন হার্শা। এই বছর ১৩টি টেস্টে ৫৫.০৮ গড়ে ১৩২২ রান করেছেন কোহলি। যেখানে হাঁকিয়েছেন ৫টি শতক এবং সমান সংখ্যক অর্ধশতক। এছাড়া ব্যাট হাতে দারুণ ফর্মে থেকে অবসর নিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। মাত্র ৭ টেস্ট খেলে ৫৩.১৭ গড়ে ৬৩৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। ৬টি অর্ধশতক এবং ১টি শতকের মালিক এই ব্যাটসম্যানকে একাদশে রেখেছেন হার্শা।
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইংলিশম্যান জস বাটলারকে রেখেছেন তিনি। মাত্র এক টেস্টে উইকেট কিপার হিসেবে খেললেও ব্যাট হাতে দারুণ সফল তিনি। ১০ টেস্ট খেলে রান করেছেন ৭৬০। ৪৪.৭১ গড়ে রান করা বাটলারের রয়েছে ৬টি শতক এবং ১টি অর্ধশতক।
সাত নম্বরে অলরাউন্ডার কোটায় উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডারকে রাখা হয়েছে। ২০১৮ সালে ৬টি টেস্টে ব্যাট হাতে ৩৩৬ রান করার পাশাপাশি ৩৩টি উইকেট নিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
একাদশে এক স্পিনার হিসেবে হার্শার পছন্দ অস্ট্রেলিয়ান নাথান লায়নকে। এই বছর মাত্র ১০ টেস্টে ৪৯ উইকেট শিকার করে শীর্ষ উইকেট শিকারির তালিকায় তৃতীয়তে অবস্থান করছেন তিনি।
তিন পেসারের একাদশে আছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। মোট ৭টি টেস্টে ২.২৭ ইকোনমি রেটে ৩৮ উইকেট শিকার করেছিলেন ২৮ বছর বয়সী পাকিস্তানি পেসার আব্বাস। অপরদিকে বুমরাহ এবং কামিন্স খেলেছেন যথাক্রমে ৯ এবং ৮টি টেস্ট। যেখানে বুমরাহ ৪৫টি ও কামিন্স নিয়েছেন ৪২টি উইকেট।
ক্রিকবাজের বর্ষসেরা সেরা টেস্ট একাদশঃ
টম লাথাম, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার, নাথান লায়ন, মোহাম্মদ আব্বাস, জাস্প্রিত বুমরাহ, প্যাট কামিন্স।