৪১৪ রান নিয়ে নবম মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরটি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে বেশ ভালোই কাটিয়েছেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ১৬টি ম্যাচে ৩৪.৫০ গড়ে ৪১৪ রান সংগ্রহ করেছেন তিনি। এর ফলে এই বছর সেরা রান সংগ্রাহকের তালিকায় নবমে উঠে এসেছেন রিয়াদ। যেখানে ১৩৮ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।
রিয়াদের পর দশম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের হার্ডহিটার ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ১০টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৪১ গড়ে ৪১০ রান সংগ্রহ করেছেন এই কিউই। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৬.৯৫।
তবে ২০১৮ সালে টি টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম চারটি স্থান দখলে রেখেছেন ভারতীয় এবং পাকিস্তানি ব্যাটসম্যানেরা। এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৪০.৫২ গড় এবং ১৪৭.২২ স্ট্রাইক রেটে ৬৮৯ রান নিয়ে শীর্ষে আছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

তাঁর ঠিক পরের স্থানটিই আরেক ভারতীয় হার্ডহিটার রোহিত শর্মার। ১৯টি ম্যাচে ৩৬.৮৭ গড় এবং ১৪৭.৫০ স্ট্রাইক রেটে ৫৯০ রান সংগ্রহ করেছেন তিনি। তৃতীয় এবং চতুর্থতে যথাক্রমে আছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান ফখর জামান এবং বাবর আজম।
এই বছর ১৭ টি টুয়েন্টি খেলে ৫৭৬ রান নিয়েছেন ফখর। তাঁর ব্যাটিং গড় ৩৩.৮৮ এবং স্ট্রাইক রেট ১৪৮.৮৩। অপরদিকে বাবর এখন পর্যন্ত খেলেছেন ১২টি ম্যাচ। যেখানে রান করেছেন ৬২.৫৫ গড়ে ৫৬৩। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২৬.৫১।
বাবরের পরের তিনটি স্থান অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা। অজি ওপেনার অ্যারন ফিঞ্চ চলমান বছরে দেশের জার্সিতে ১৭টি ম্যাচ খেলে ৪০.৮৪ গড়ে ৫৩১ রান সংগ্রহ করেছেন। তাঁর ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ১৭৬.৪১।
বাকি দুই অস্ট্রেলিয়ান ডি আর্চি শর্ট এবং গ্ল্যান ম্যাক্সওয়েল আছেন এরপরেই। ২০১৮ সালে ১৮টি ম্যাচে ৫১৫ রান নিয়েছেন শর্ট (গড় ৩২.১৮, স্ট্রাইক রেট ১২১.১৭)। আর ম্যাক্সওয়েল মোট ১৯টি ম্যাচে রান সংগ্রহ করেছেন ৫০৬ (গড় ৩৬.১৪ এবং স্ট্রাইক রেট ১৪৩.৭৫)।
১২টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৫০০ রান নিয়ে তালিকাটির অষ্টমে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো। ৪১ গড়ে রান করা এই কিউইর স্ট্রাইক রেট ১৭৮.৫৭।