বাংলাদেশ-পাকিস্তান একমাত্র ওয়ানডে আগামীকাল

ছবি: বাংলাদেশ নারী ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ টি টুয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০ টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
আর এই ম্যাচ দিয়েই টি টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ভুলতে চাইবে রুমানা আহমেদের দল। গত ২রা অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টুয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের।
এরপর কক্সবাজারের একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের বড় ব্যবধানে পরজিত হয়েছিল তাঁরা। পরবর্তীতে পাক নারীদের কাছে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে ৭ উইকেটে হেরে ধবল ধোলাই পূর্ণ করেছে সালমা বাহিনী।

তবে এবার ফরম্যাটটি ভিন্ন বলেই কিছুটা আশা পেতে পারে টাইগ্রেসরা। কেননা এই ফরম্যাটে অন্তত সময় নিয়ে খেলার সুযোগ থাকছে তাঁদের সামনে।
পাশাপাশি দলটিতে আছেন জাহানারা, নিগার, ফারজানার মত পরীক্ষিত পারফর্মররা। সুতরাং তাঁরা কাল জ্বলে উঠতে পারলে বাংলাদেশের পক্ষে জয় বয়ে নিয়ে আসা অসম্ভব কিছু নয়।
যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে জয় পেতে হলে যে নিজেদের সেরাটাই দিতে হবে রুমানাদের তা বলাই বাহুল্য। কারণ তাঁদের দলে রয়েছে সানা মির, নাটালিয়া পারভেজদের মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ স্কোয়াডঃ
রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, র???তু মনি, সাঞ্জিদা ইসলাম , শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।
পাকিস্তান স্কোয়াডঃ
জাভেরিয়া ওয়াদুদ (অধিনায়ক), বিবি নাহিদা, আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, ওমাইমা সোহেল, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, নাশরা সুন্দু, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, ডায়ানা বেগ, আইমান আনোয়ার।