সাকিব একজন যোদ্ধা- আকরাম

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একের পর এক ইনজুরিতে পড়ার পরেও দেশের হয়ে এখনও খেলে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তাঁর বোলিংয়ে যে গতি এবং ছন্দ ছিল দীর্ঘ ইনজুরির কারণে তাতে কিছুটা মরিচা পড়ে গিয়েছে পরবর্তীতে।
এবার মাশরাফির মত সাকিবও কি একই পথেই হাঁটছেন? এই প্রশ্নটিই করা হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে। আর সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি সাকিবকে একজন যোদ্ধা হিসেবেই আখ্যা দিয়েছেন তিনি। তাঁর মতে এত দ্রুত ফুরিয়ে যাওয়ার মত ক্রিকেটার সাকিব অন্তত নন। আকরাম বলেন,

'আমার কাছে মনে হয়, সাকিব ব্যাথা নিয়ে যে পারফর্মেন্স করেছে সে একজন যোদ্ধা। আপনি মাশরাফির দিকে দেখুন। তাঁর জায়গায় অন্য কেউ হলে আরও আগেই খেলা ছেড়ে দিত। ক্রিকেটে অনেক বড় বড় খেলোয়াড় ইনজুরিতে পড়ে খেলা ছেড়ে দিয়েছে কিন্তু মাশরাফি সেটা করেনি। আমার মনে হয় যে সাকিবও কিন্তু একজন যোদ্ধা, কষ্ট হলেও আশা করছি সে এই ধরণের পারফর্মেন্সই করবে।'
সাবেক এই টাইগার অধিনায়ক আরও বলেছেন, 'এখানে গুরুত্বপূর্ণ হল বিষয়টাকে আপনি মানসিকভাবে কিভাবে নিচ্ছেন। ওদেরকে তো ছোটবেলা থেকেই আমি চিনি। মাশরাফি মানসিক ভাবে অনেক শক্ত, ইনশাল্লাহ ওরা আগের জায়গায় ফিরে আসবে।'
উল্লেখ্য গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকেই আঙ্গুলের ইনজুরিতে ভুগছিলেন সাকিব আল হাসান। ব্যাথানাশক ইনজেকশন নিয়ে উইন্ডিজ সিরিজ এবং এশিয়া কাপেও খেলে গিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি।
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালের আগেই আঙ্গুলের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে উঠলে দেশের বিমান ধরতে হয় তাঁকে। কিন্তু এরপরেও দলের প্রয়োজনে খেলে গিয়েছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে সেখানে উড়ে গিয়েছেন সাকিব।