বিপিএলের আগেই ফেরার প্রত্যাশা সাকিবের

ছবি: সাকিব আল হাসান, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আঙ্গুলের ইনজুরির কারণে অন্তত চলতি বছর আর মাঠে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে ফেরার আশা করছেন তিনি। অস্ট্রেলিয়ায় চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে শুক্রবারই দেশ ছেড়েছেন সাকিব।
যাত্রাকালের আগে জানিয়ে গিয়েছেন নিজের প্রত্যাশার কথা। তাঁর মতে ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। সেক্ষেত্রে বিপিএলেও খেলতে পারবেন। টাইগার অলরাউন্ডার বলেছন,

'ইনফেকশনটি তো দূর করতে হবে। আর ওটা চলে গেলে বোঝা যাবে কত সময় লাগবে। মূল সার্জারি যেটি করার কথা সেটি হলে ছয় থেকে আট সপ্তাহ লাগবে সুস্থ হতে। যদিও সাধারণত ছয় সপ্তাহের মধ্যেই হয়ে যাওয়ার কথা, তবে দুই সপ্তাহ অতিরিক্ত ধরে রাখা হয়। যদি ছয় সপ্তাহের আগে হয় তাহলে ইনশাল্লাহ বিপিএলের আগেই ফিট হয়ে যাব।'
আসন্ন জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের মত একজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়াটা দলের জন্য হতাশাজনক তো বটেই।
তবে সাকিব নিজে মনে করছেন তিনি না থাকলেও ভাল পারফর্মেন্স উপহার দিতে সক্ষম হবে বাংলাদেশ দল। আর এর নজির কয়েকদিন আগে শেষ হওয়া এশিয়া কাপেও দিতে সক্ষম হয়েছিল তারা। সাকিবের ভাষায়,
'অনেকে ভাবি যে আমরা ছাড়া দল চলবে না, কিন্তু দেখেন এই যে সুযোগটি আসলো (এশিয়া কাপ) তাঁরা কিন্তু ঠিকই মানিয়ে নিয়েছে। আরও কিছু ক্রিকেটার যদি সামনের কোন সিরিজে না খেলে তবুও আমার মনে হয় না যে সমস্যা হবে।'
বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকাটা যে যথেষ্ট কষ্টের সেটি স্বীকার করলেন সাকিব নিজেও। আর সেই কারণে কিছুটা হতাশও তিনি। দেশ ছাড়ার আগে তাই বলছিলেন, 'আমাদের যে জীবনটা- প্রতিদিন মাঠে যেতে হয়, অনুশীলন করতে হয়, কিছু না কিছু করতে হয়, সেখানে বাসায় বসে থাকা একটু হতাশাজনকই বটে।'