promotional_ad

প্রথম রাউন্ডের সেরা বোলারের তালিকা

জাতীয় লীগের সেরা বোলার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে অবস্থান করছেন ঢাকা বিভাগের হয়ে খেলা পেসার শাহাদাত হোসেন। এখন পর্যন্ত ২ ইনিংস খেলে ৪.১২ ইকোনমি রেটে মোট ৮টি উইকেট শিকার করেছেন তিনি। যেখানে চিটাগাংয়ের বিপক্ষে ৪৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার।


শাহাদাতের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন খুলনা দলের আফিফ হোসেন। ১ ইনিংসে বোলিং করে মাত্র ৩.১৪ ইকোনমি রেটে ৭টি উইকেট নিয়েছেন তিনি। প্রতিপক্ষ রাজশাহীর বিপক্ষে তাঁর সেরা বোলিং ফিগারটি ছিল ৭/৬৬।



promotional_ad

চিটাগাং বিভাগের বিপক্ষে ২ ইনিংসে আফিফের সমান ৭ উইকেট নিয়ে তৃতীয়তে অবস্থান ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানির। আফিফের থেকে এক ইনিংস বেশি খেলায় তাঁর থেকে পিছিয়ে আছেন সানি। যদিও ইকোনমি রেটের দিক থেকে দারুণ সফল এই স্পিনার। মাত্র ২.৪৬ রেটে প্রথম ম্যাচে বোলিং করেছিলেন তিনি। 


সানির পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন রাজশাহীর পেসার শফিউল ইসলাম এবং ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেছেন শফিউল।


যেখানে তাঁর ইকোনমি রেট ৩.৩১ এবং সেরা বোলিং ফিগার ৫/৪৩। অপরদিকে স্পিনার অপু চিটাগাংয়ের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন। আর ২ ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৬টি উইকেট। তবে শফিউলের থেকে গড়ের দিক থেকে পিছিয়ে থাকায় পঞ্চমে জায়গা হয়েছে অপুর। 



প্রথম রাউন্ড শেষে এনসিএলের সেরা বোলারের তালিকা-  


খেলোয়াড় দল ইনিংস সংখ্যা সেরা বোলিং উইকেট সংখ্যা ইকোনমি রেট গড়
শাহাদাত হোসেন ঢাকা বিভাগ ৪/৪৬ (প্রতিপক্ষ- চিটাগাং)  ৪.১২ ১৩.৫০
আফিফ হোসেন  খুলনা বিভাগ ৭/৬৬ (প্রতিপক্ষ- রাজশাহী)  ৩.১৪ ৯.৪২
আরাফাত সানি  ঢাকা মেট্রো  ৪/৬২ (প্রতিপক্ষ- সিলেট) ২.৪৬ ১৭.৮৫
শফিউল ইসলাম  রাজশাহী বিভাগ ৫/৪৩ (প্রতিপক্ষ- খুলনা) ৩.৩১ ১০.৫০
নাজমুল ইসলাম  ঢাকা বিভাগ ৫/৭৫ (প্রতিপক্ষ- চিটাগাং) ২.৬৫ ১৬.৮৩
জুবায়ের হোসেন  চিটাগাং বিভাগ ৫/৬১ (প্রতিপক্ষ- ঢাকা)  ৪.১৬ ২১.৫০
এনামুল হক জুনিয়র সিলেট বিভাগ ৬/১৬৫ (প্রতিপক্ষ-ঢাকা মেট্রো) ৩.০৭ ২৭.৫০
আসিফ হোসেন  ঢাকা মেট্রো ৫/৪৪ (প্রতিপক্ষ- সিলেট) ২.০৩ ১৩.০০
মাহমুদুল হাসান রংপুর বিভাগ ৪/৭১ (প্রতিপক্ষ- বরিশাল) ২.৮০ ১৭.৭৫
সানজামুল ইসলাম  রাজশাহী বিভাগ ২/২৫ (প্রতিপক্ষ- খুলনা) ৩.৩৮ ৩৮.৫০


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball